সানরাইজার্স হায়দরাবাদ তাদের আইপিএল ২০২৫-এর যাত্রা ঠিক সেখান থেকে শুরু করে, ২০২৪ সালে যেখানে তারা শেষ করেছিল। নিজেদের প্রথম ম্যাচেই বিস্ফোরক পারফরম্যান্সের হাত ধরে এই মরশুমে অভিযান শুরু করেছে হায়দরাবাদের দল। এই দলে বহু বিগ হিটার রয়েছে। আর তাদের সৌজন্যেই রবিবার রাজস্থান রয়্যালসকে গুঁড়িয়ে দিয়েছে এসআরএইচ। তারা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান করে। এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথম সর্বোচ্চ দলীয় স্কোরের মালিকও সানরাইজার্স হায়দরাবাদই।
আরও পড়ুন: ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল DC-কে
বড় দাবি স্টেইনের
সত্যি কথা বলতে, এসআরএইচ-এর পারফরম্যান্স দেখার পর অনেকেই মনে করছেন, তারা একমাত্র দল, যারা এই মেগা টি২০ টুর্নামেন্টে ৩০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচটি সর্বোচ্চ দলীয় স্কোরের মধ্যে চারটিই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের নামে। রবিবার তারা ৩০০ থেকে ১৪ রান কম করেছিল। তবে ডেল স্টেইন বিশ্বাস করেন যে, এসআরএইচ খুব শীঘ্রই ৩০০ বা তার বেশি রান করবে। এই দিনটি খুব বেশি দূরে নেই।
আসলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এও জানিয়ে দিয়েছেন, কবে কোন দলের বিরুদ্ধে হায়দরাবাদের টিম ৩০০ রান করবে। তাঁর দাবি অনুযায়ী, ১৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স যে ম্যাচটি খেলবে, সেদিনই আইপিএলের ইতিহাসে প্রথম ৩০০ রানের ইনিংস হবে।
আরও পড়ুন: জাদেজা আর ধোনিকে স্লেজিং করলেন দীপক চাহার, CSK-এর কিংবদন্তিও ছাড়লেন না, পেটালেন ব্যাট দিয়ে- ভিডিয়ো
এই বিষয়ে স্টেইন আত্মবিশ্বাসী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ছোট ভবিষ্যদ্বাণী। ১৭ এপ্রিল আইপিএলের প্রথম ৩০০ রান হবে। কে বলতে পারে, এই ঘটনাটি দেখার জন্য হয়তো আমিও সেখানে উপস্থিত থাকতে পারি।
শেষ বার মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটে ২৭৭ রান করেছিল। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেন ছক্কার বৃষ্টি বইয়ে দিয়েছিলেন। এই তিন জন মিলে মোট ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন এবং মুম্বই ইন্ডিয়ান্স লড়াই করেও, সেই ম্যাচটি ৩১ রানে হেরেছিল। স্টেইন আত্মবিশ্বাসী যে, মুম্বই নয়, হায়দরাবাদই ৩০০ রান করবে। একজন ভক্ত এক্স হ্যান্ডেলে স্টেইনকে পালটা দাবি করেছেন, ‘যদি এমআই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে কী হবে’। প্রাক্তন এসআরএইচ বোলিং কোচ জবাবে বলেন, ‘হাহা! দারুণ পয়েন্ট’।
সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিপরীত সূচনা
আইপিএল ২০২৫-এ এসআরএইচ এবং এমআই-এর অভিযান ছিল পুরো বিপরীত মেরুর। গত বছরের রানার্সআপ সানরাইজার্স যেখানে বিধ্বংসী ভাবে ২৮৬ রান করে, রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে পরাজতি করে, সেখানে মুম্বই প্রথম ম্যাচেই বাজে ভাবে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বসে থাকে। আইপিএলের প্রথম ম্যাচে টানা ১৩তম মরশুমে হারের ধারা অব্যাহত রাখে এমআই। সিএসকে-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৫৫ রান করেছিল মুম্বই। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেন মহেন্দ্র সিং ধোনিরা।