ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর ঠিক আগে অনেক দলেই বড় বড় পরিবর্তন হতে পারে বলে পাওয়া যাচ্ছে। গুজরাট টাইটানস নিয়ে একটি বড় খবর সামনে আসছে। জানা যাচ্ছে নতুন মরশুমে নতুন প্রধান কোচকে দেখা যেতে পারে। গুজরাট থেকে বরখাস্ত হতে পারেন আশিস নেহরা। একটি রিপোর্ট অনুযায়ী, গুজরাট আশিস নেহরার চুক্তি বাড়ানোর কোনও কিছুই ভাবছে না। যেখানে শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস ছাড়তে পারেন কুমার সাঙ্গাকারা। জানা যাচ্ছে সাঙ্গাকারার হাতে বড় দায়িত্ব তুলে দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন… সত্যিই কি বিনোদ কাম্বলির স্বাস্থ্য খুব খারাপ? বন্ধুদের হাত ধরে সামনে এল ভাইরাল ভিডিয়োর আসল তথ্য
Cricbuzz-এর একটি খবর অনুযায়ী, গুজরাট দল কোচিং স্টাফের মধ্যে অনেক নতুন পরিবর্তন করতে পারে। এ ব্যাপারে তারা আশিস নেহরার চুক্তির মেয়াদ বাড়াতে চান না। এমনটা হলে গুজরাট থেকে সরে যেতে পারেন আশিস নেহরা। গত মরশুমে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। দল ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়াও। তার অনুপস্থিতিতে শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এসব কিছুতেই কোনও লাভ হয়নি। সূত্রের খবর, দলের ফল ভালো করতে নাকি তাই কোচই বদলে ফেলতে চায় গুজরাট টাইটানস।
আরও পড়ুন… ভিনেশ ফোগাটের রুপোর পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি, CAS জানিয়ে দিল সিদ্ধান্ত কখন দেওয়া হবে
আশিস নেহরার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটানস-
আশিস নেহরার উপস্থিতিতেই শিরোপা জিতেছিল গুজরাট। দলটি ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরে, এটি ২০২৩ সালে দ্বিতীয় স্থানে ছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল আশিস নেহরার ছেলেরা। কিন্তু তারপরও নেহরাকে বাইরের পথ দেখাতে পারে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন… নাদিমকে নিয়ে নীরজের মায়ের মন্তব্য শুনে অবাক আখতার! আরশাদের পদক দিয়ে নিজেদের হতাশা কাটাচ্ছে পাকিস্তান
কুমার সাঙ্গাকারা রাজস্থান ছাড়লে সুযোগ পেতে পারেন রাহুল দ্রাবিড়-
রাজস্থান রয়্যালস ছাড়তে পারেন কুমার সাঙ্গাকারা। আসলে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সাঙ্গাকারার হাতে একটি বড় দায়িত্ব তুলে দেওয়ার মুডে রয়েছে। সাদা বলের কোচ করা হতে পারে কুমার সাঙ্গাকারাকে। এমনটা হলে রাজস্থান রয়্যালসের থেকে আলাদা হয়ে যাবে তারা। কুমার সাঙ্গাকারা যদি চলে যান, তাহলে ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পথ তৈরি হতে পারে। রাহুল দ্রাবিড় রাজস্থানের হয়েও খেলেছেন এবং তার কোচিং কেরিয়ার এখন পর্যন্ত চমৎকার। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল।