প্রতি বছর আইপিএলে কোনও না কোনও তরুণ খেলোয়াড় তারকা হিসেবে আবির্ভূত হন। ২০২৫ মরশুমের শুরুতেই লাইমলাইটে এসেছেন দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা। আশুতোষ গত মরশুমেও তাঁর ছাপ রেখেছিলেন। তবে এবার এমন এক ইনিংস দিয়ে মরশুম শুরু করেছেন, যা ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে বহুদিন। আশুতোষ তাঁর এই স্মরণীয় ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন, যা তিনি তাঁর গুরুকে উৎসর্গ করেছিলেন।
আশুতোষ শর্মার গুরু কে?
আশুতোষ শর্মা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১২,৯০ স্ট্রাইক রেটে ৩১ বলে অপরাজিত ৬৬ রান করেন, যার মধ্যে ৫টি করে চার এবং ছক্কা ছিল। তাঁর এই দুরন্ত ইনিংসের হাত ধরে দিল্লির টিম ১ উইকেটে জয় ছিনিয়ে নেয়। একটা সময়ে ৬৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। তখন হারের ভ্রুকুটি চেপে বসেছিল দিল্লি ক্যাপিটালসের উপর। সেই সময়ে সাতে ব্যাট করতে নেমেছিলেন আশুতোষ। তিনি একা দায়িত্ব নিয়ে ম্যাচের রং বদলে দেন। অসম্ভবকে সম্ভব করে দিল্লিকে জিতিয়ে তিনি সোমবার মাঠ ছাড়েন।
আরও পড়ুন: ভাগ্য সহায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ মিস করে দলকে ডোবানোর পর, অজুহাত পন্তের
এই ঐতিহাসিক ম্যাচ জয়ী ইনিংস খেলার পর আশুতোষ শর্মাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আর আশুতোষ এই পুরস্কার গুরু শিখর ধাওয়ানকে উৎসর্গ করেন। আসলে আশুতোষ শর্মা প্রবীণ ভারতীয় খেলোয়াড় শিখর ধাওয়ানকে তাঁর গুরু হিসেবে বিবেচনা করেন। শিখর ধাওয়ানের নেতৃত্বে গত মরশুমে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। তিনি পঞ্জাব কিংসের হয়ে ২০২৪ আইপিএলে খেলেছিলেন।
প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর আশুতোষ শর্মা বলেন, ‘আমি গত মরশুম থেকে শিক্ষা নিয়েছি। কারণ গত বার এমন কয়েকটি ম্যাচ ছিল, যেখানে আমি খেলাটি শেষ করতে পারিনি। তাই আমি ম্যাচ শেষ করার দিকে মনোনিবেশ করছি, এমন কী ঘরোয়া ক্রিকেটেও। আমার নিজের উপর এই বিশ্বাস আছে যে, আমি যদি শেষ ওভার এবং শেষ বল পর্যন্ত খেলি, তবে যে কোনও কিছু ঘটতে পারে। বিপ্রজ ভালো খেলেছে। আমি ওকে ব্যাটিং চালিয়ে যেতে বলেছিলাম। চাপের মধ্যে ও খুব শান্ত ছিল। আমি এই পুরস্কারটি আমার গুরু শিখর পাজিকে উৎসর্গ করতে চাই।’
আরও পড়ুন: ভিডিয়ো- ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল দিল্লিকে
ম্যাচের পর গুরুর সঙ্গে ভিডিয়ো কলে কথা আশুতোষের
দিল্লিকে ম্যাচ জেতানোর পর শিখর ধাওয়ানের থেকে ভিডিয়ো কল পান আশুতোষ শর্মা। এই জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান ধাওয়ান। আর এই ফোন পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দিল্লির নতুন হিরো। আর এই ভিডিয়ো দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভক্তরা এই ভিডিয়োটি বেশ পছন্দ করেছেন।
সোমবার প্রথম ব্যাট করে লখনউ ৮ উইকেটে ২০৯ রান করেছিল। জবাবে দিল্লি ১৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২১১ রান। ম্যাচের শেষ ওভারে মোহিত শর্মাকে স্টাম্পড আউট করার সহজ সুযোগ ঋষভ পন্ত হাতছাড়া না করলে, তাঁর দল জিতেই মাঠ ছাড়তে পারত।