বাংলা নিউজ > ক্রিকেট > IPL Auction Sold-Unsold Players: ৭২ জনের দর ৪৬৭.৯৫ কোটি টাকা! IPL নিলামের প্রথমদিনে কারা দল পেলেন? অবিক্রিত কারা?

IPL Auction Sold-Unsold Players: ৭২ জনের দর ৪৬৭.৯৫ কোটি টাকা! IPL নিলামের প্রথমদিনে কারা দল পেলেন? অবিক্রিত কারা?

আইপিএল নিলামের প্রথম দিনে ৭২ জনের দর উঠল ৪৬৭.৯৫ কোটি টাকা! (ছবি সৌজন্যে BCCI)

IPL Auction Sold and Unsold Players Full List: ঋষভ পন্তকে ২৭ কোটি টাকায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২৬.৫ কোটি টাকায় পঞ্জাব কিংসে গেলেন শ্রেয়স আইয়ার। আইপিএলের নিলামের প্রথম দিনে কোন খেলোয়াড় কোন দল পেলেন? কে অবিক্রিত থাকলেন? পুরো তালিকা দেখে নিন।

পকেটে টাকা বাড়তেই টাকার ফোয়ারা উঠল আইপিএলের মেগা নিলামে। সৌদি আরবের জেড্ডায় নিলামের প্রথম দিনে মোট ৭২ জন খেলোয়াড় দল পেলেন। তাঁদের জন্য মোট ৪৬৭.৯৫ কোটি টাকা খরচ করা হল। অবিক্রিত থাকলেন মাত্র ১২ জন। আর তারইমধ্যে রেকর্ড তৈরি করে ফেলেছেন ঋষভ পন্ত। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। ২৭ কোটি টাকায় তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ মোট ৮৪ জনের নাম নিলামে উঠল। কোন খেলোয়াড় কত টাকা পেলেন, কত দলে গেলেন, কে অবিক্রিত থাকলেন, সেটার টাটকা আপডেট দেখে নিন।

নিলামের প্রথম দিনের খেলোয়াড়দের তালিকা

১) আর্শদীপ সিং: ১৮ কোটি টাকা, পঞ্জাব কিংস (আরটিএম)।

২) শ্রেয়স আইয়ার: ২৬.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংস।

৩) জস বাটলার: ১৫.৭৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।

৪) মিচেল স্টার্ক: ১১.৭৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

৫) কাসিগো রাবাদা: ১০.৭৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।

৬) ঋষভ পন্ত: ২৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।

৭) মহম্মদ শামি: ১০ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৮) ডেভিড মিলার: ৭.৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।

৯) যুজবেন্দ্র চাহাল: ১৮ কোটি টাকা, পঞ্জাব কিংস।

১০) মহম্মদ সিরাজ: ১২.২৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।

১১) লিয়াম লিভিংস্টোন: ১০.৭৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১২) কেএল রাহুল: ১৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

১৩) হ্যারি ব্রুক: ৬.২৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

১৪) দেবদূত পাডিক্কাল: অবিক্রিত। 

১৫) এডেন মার্করাম: অবিক্রিত।

১৬) ডেভন কনওয়ে: ৬.২৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

১৭) রাহুল ত্রিপাঠী: ৩.৪ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

১৮) ডেভিড ওয়ার্নার: অবিক্রিত।

১৯) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক: ৯ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস (আরটিএম)।

২০) হার্ষাল প্যাটেল: ৮ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

২১) রাচিন রবীন্দ্র: ৪ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

২২) রবিচন্দ্রন অশ্বিন: ৯.৭৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

২৩) বেঙ্কটেশ আইয়ার: ২৩.৭৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

২৪) মার্কাস স্টইনিস: ১১ কোটি টাকা, পঞ্জাব কিংস।

২৫) মিচেল মার্শ: ৩.৪ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।

২৬) গ্লেন ম্যাক্সওয়েল: ৪.২ কোটি টাকা, পঞ্জাব কিংস।

২৭) কুইন্টন ডি'কক: ৩.৬ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

২৮) জনি বেয়ারস্টো: অবিক্রিত।

২৯) ফিল সল্ট: ১১.৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩০) রহমানউল্লাহ গুরবাজ: ২ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

৩১) ইশান কিশান: ১১.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৩২) জিতেশ শর্মা: ১১ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩৩) জোশ হেজেলউড: ১২.৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩৪) প্রসিধ কৃষ্ণ: ৯.৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।

৩৫) আবেশ খান: ৯.৭৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।

৩৬) এনরিখ নরকিয়া: ৬.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

৩৭) জোফ্রা আর্চার: ১২.৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

৩৮) খলিল আহমেদ: ৪.৮ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস

৩৯) টি নটরাজন: ১০.৭৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

৪০) ট্রেন্ট বোল্ট: ১২.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

৪১) মাহিশ থিকশানা: ৪.৪ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

৪২) রাহুল চাহার: ৩.২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৪৩) অ্যাডাম জাম্পা: ২.৪ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৪৪) ওয়ানিন্দু হাসরাঙ্গা: ৫.২৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

৪৫) ওয়াকার সালামখেলি: অবিক্রিত।

৪৬) নুর আহমেদ: ১০ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

৪৭) অথর্ব তাইদে: ৩০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৪৮) আনমোলপ্রীত সিং: অবিক্রিত।

৪৯) নেহাল ওয়াধেরা: ৪.২০ কোটি টাকা, পঞ্জাব কিংস।

৫০) অংকৃষ রঘুবংশী: ৩ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

৫১) করুণ নায়ার: ৫০ লাখ টাকা, দিল্লি ক্যাপিটালস।

৫২) যশ ধুল: অবিক্রিত।

৫৩) অভিনব মনোহর: ৩.২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৫৪) নিশান্ত সিন্ধু: ৩০ লাখ টাকা, গুজরাট টাইটানস।

৫৫) সমীর রিজভি: ৯৫ লাখ টাকা, দিল্লি ক্যাপিটালস।

৫৬) নমন ধীর: ৫.২৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স (আরটিএম)।

৫৭) আবদুল সামাদ: ৪.২০ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।

৫৮) হরপ্রীত ব্রার: ১.৫ কোটি টাকা, পঞ্জাব কিংস।

৫৯) বিজয় শংকর: ১.২ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

৬০) মহিপাল লোমরর: ১.৭ কোটি টাকা, গুজরাট টাইটানস।

৬১) আশুতোষ শর্মা: ৩.৮ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

৬২) উৎকর্ষ সিং: অবিক্রিত।

৬৩) কুমার কুশাগ্রা: ৬৫ লাখ টাকা, গুজরাট টাইটানস।

৬৪) রবিন মিনজ: ৬৫ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

৬৫) অনুজ রাওয়াত: ৩০ লাখ টাকা, গুজরাট টাইটানস।

৬৬) আরিয়ান জুয়েল: ৩০ লাখ টাকা, লখনউ সুপার জায়ান্টস।

৬৭) লুভনিথ সিসোদিয়া: অবিক্রিত।

৬৮) বিষ্ণু বিনোদ: ৯৫ লাখ টাকা, পঞ্জাব কিংস।

৬৯) রাসিখ সালাম: ৬ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৭০) আকাশ মাধওয়াল: ১.২ কোটি টাকা, রাজস্থান রয়্যালস। 

৭১) মোহিত শর্মা: ২.২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস। 

৭২) বিজয়কুমার বিশাক: ১.৮ কোটি টাকা, পঞ্জাব কিংস।

৭৩) বৈভব অরোরা: ১.৮ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

৭৪) যশ ঠাকুর: ১.৬ কোটি টাকা, পঞ্জাব কিংস।

৭৫) কার্তিক ত্যাগী: অবিক্রিত।

৭৬) সিমরজিৎ সিং: ১.৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

৭৭) সুয়াশ শর্মা: ২.৬ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৭৮) কর্ণ শর্মা: ৫০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

৭৯) মায়াঙ্ক মারকাণ্ডে: ৩০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।

৮০) পীযূষ চাওলা: অবিক্রিত।

৮১) কুমার কার্তিকেয় সিং: ৩০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।

৮২) মানব সুতার: ৩০ লাখ টাকা, গুজরাট টাইটানস।

৮৩) শ্রেয়স গোপাল: অবিক্রিত।

৮৪) উপেন্দ্র সিং যাদব: অবিক্রিত।

আরও পড়ুন:

মেগা নিলামের সময়সূচি

রবিবার দুপুর ৩ টে ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকে মেগা নিলাম শুরু হওয়ার কথা ছিল। তবে কিছুটা দেরিতে হয়েছে। সোমবার দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে নিলাম শুরু হওয়ার কথা আছে। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চতুর্থ দিনের খেলা (যদি পুরো হয়) শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হবে নিলাম।

১) প্রথম সেশন: দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা।

২) মধ্যাহ্নভোজের বিরতি: বিকেল ৫ টা থেকে বিকেল ৫ টে ৪৫ মিনিট।

৩) দ্বিতীয় সেশন: বিকেল ৫ টে ৪৫ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট।

আরও পড়ুন:

ক্রিকেট খবর

Latest News

গরম একটু কমবে, বজ্রবিদ্যুৎ বৃষ্টি-সহ ৬০ কিমিতে ঝড় ২ দিন পরেই, কোন কোন জেলায়? ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের 'অনেক পুরুষ জড়িত!' আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন, ৫৪ প্রশ্ন নির্যাতিতার বাবার RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী হাসপাতাল থেকে ফিরেই পুরীর জগন্নাথ মন্দিরে ভাগ্যশ্রী ব্যারাকপুর- বারাসাত সহ পর পর মেট্রো প্রকল্পে জমি-জট ঘিরে সংসদে মুখ খুললেন বৈষ্ণো গেরুয়া তোড়া, পাশাপাশি চেয়ার, মুখে প্রশংসা, দিল্লিতে সুকান্তর বাড়িতে শুভেন্দু IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? অগস্টে আসছে ১ম সন্তান, তবু ৫ সদস্যের পরিবার হওয়ার কথা কেন বললেন দীপঙ্কর-অহনা?

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.