শুধু কোচ-ক্যাপ্টেনই নয়, বরং আইপিএল ২০২৫-এর আগে দলের খোলনলচেই বদলে ফেলেছে পঞ্জাব কিংস। প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলার স্বপ্নে বিভোর পঞ্জব নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত নতুন মরশুমে। তবে সমস্যা একটাই। এখনও পুরো স্কোয়াডকে একজোট করতে পারেনি তারা।
দলের বেশিরভাগ ক্রিকেটার যোগ দিয়েছেন শিবিরে। নতুন কোচ পন্টিং ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের নজরদারিতে পঞ্জাবের অনুশীলনও শুরু হয়েছে। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি স্কোয়াডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। পঞ্জাবের সংসারে পা দিতে তাঁর সময় লেগে যাবে আরও কয়েকটা দিন। এদিকে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে খুব বেশি সময় নেই শ্রেয়সদের হাতে।
পঞ্জাব কিংস আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে আগামী ২৫ মার্চ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে শ্রেয়সদের প্রতিপক্ষ গুজরাট টাইটানস। সুতরাং, হাতে রয়েছে ১টা সপ্তাহ। অথচ এখনও ভারতে এসে পৌঁছননি আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই। আজমত এই মুহূর্তে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা অল-রাউন্ডার। তিনি দুর্দান্ত ফর্মেও রয়েছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে যে রকম বিধ্বংসী ক্রিকেট উপহার দিয়েছেন আজমত, তাতে আশায় বুক বাঁধছে পঞ্জাব শিবির। আসন্ন আইপিএল মরশুমে পঞ্জাবের গুরুত্বপূর্ণ সেনানি হয়ে উঠতে পারেন ওমরজাই।
এমনটা নয় যে, পঞ্জাবের স্কোয়াডে ভালো মানের বিদেশি অল-রাউন্ডার নেই। বরং দুই অজি তারকা মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকার মারকো জানসেন বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং স্কিলেও উন্নতি করেছেন বিস্তর। তা সত্ত্বেও আফগান তারকাদের ডাকাবুকো মানসিকতাই এক্ষেত্রে বাকিদের থেকে ওমরজাইকে আলাদা করে তুলেছে।
আরও পড়ুন:- মাস্টার্স লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা? সেরা পাঁচে রয়েছেন যুবরাজ
আইপিএল খেলতে কবে ভারতে আসছেন আফগান তারকা?
ওমরজাই ব্যক্তিগত কারণে তড়িঘড়ি পঞ্জাব শিবিরে যোগ দিতে পারছেন না। তিনি দেরিতে যোগ দেবেন নিজের আইপিএল দলের সঙ্গে। খবর অনুযায়ী আজমতের আইপিএলে আঙিনায় ঢুকে পড়তে লেগে যাবে ২১ মার্চ। অর্থাৎ, তার ঠিক চার দিনের মাথায় পঞ্জাব শুরু করবে তাদের আইপিএল অভিযান। এমন পরিস্থিতিতে প্রথম ম্যাচে ওমরজাইকে মাঠে নামানো নিয়ে শ্রেয়স আইয়ারদের দুশ্চিন্তায় পড়াই স্বাভাবিক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলেন আজমত?
আজমতউল্লাহ ওমরজাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ম্যাচে মাঠে নেমে ৪২.০০ গড়ে ১২৬ রান সংগ্রহ করেন। তিনি ১০৪.১৩ স্ট্রাইক-রেটে রান তোলেন। ৩ ম্যাচে ৫টি চার ও ৮টি ছক্কা মারেন আজমত। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৭ রানের। সেই সঙ্গে ৩টি ম্যাচে বল করে মোট ৭টি উইকেট নেন ওমরজাই। ইনিংসে ৫ উইকেট নেন একবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৮ রানে ৫ উইকেট।