Sunrisers Hyderabad Ishan Kishan: প্র্যাকটিস ম্যাচে ২৬০ রান! আইপিএল ২০২৫-এর আগে SRH ইনট্রা-স্কোয়াড সিমুলেশনে ইশান কিষানের টানা দুটি অর্ধশতক। ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলেছেন ভারতের এই উইকেটরক্ষক।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH), যারা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডধারী। তারা নিজেদের আইপিএল ২০২৪-এর ফর্ম ধরে রাখার চেষ্টা করছে। আইপিএল ২০২৫ শুরুর আগে ইনট্রা-স্কোয়াড সিমুলেশনে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সের নেতৃত্ব দিলেন ইশান কিষান। শনিবার (১৫ মার্চ) হায়দরাবাদে SRH ইনট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচে কিষান এক ম্যাচেই দুটি অর্ধশতক হাঁকান। প্রথম ইনিংসে ২৩ বলে ৬৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩০ বলে ৭৩ রান করেন ইশান কিষান।
আরও পড়ুন … WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? মুম্বই ইন্ডিয়ান্সের ফাইনালের রেকর্ড কী?
১১.২৫ কোটি টাকায় SRH দলে যোগ দেওয়া ইশান কিষান তার সতীর্থদের ছাড়িয়ে যান, যার মধ্যে ছিলেন অভিষেক শর্মাও। প্রথম ইনিংসে কিষান এবং অভিষেক ওপেনিং করেন। পাওয়ারপ্লেতে তারা বিধ্বংসী শুরু করলেও অভিষেক মাত্র ৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান। অভিষেকের আউট হওয়ার পরে ইশান কিষান একাই দলের স্কোর বাড়াতে থাকেন এবং অর্ধশতক পূর্ণ করেন। তবে ৮তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে আউট হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে কিষান আবারও দুর্দান্ত ব্যাটিং করেন এবং অভিষেকের চেয়ে বেশি রান সংগ্রহ করেন।
আরও পড়ুন … WPL 2025 Final: ২০২৩ সাল থেকে সাতটা ফাইনালে হার! DC তারকার ভাগ্য দেখলে আপনিও অবাক হবেন
এই ব্যাটিং পারফরম্যান্স SRH-এর আক্রমণাত্মক খেলার ধারাকে আরও শক্তিশালী করল। গত মরশুমে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড বেশ কয়েকটি রেকর্ড গড়েছিলেন, এবং এবারও এই জুটি ওপেনিংয়ে থাকবে। তবে নতুন শক্তি হিসেবে SRH-এ যোগ দিয়েছেন ইশান কিষান, যিনি তিন নম্বরে ব্যাট করতে পারেন। তার পরে হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর ও নীতীশ কুমার রেড্ডির মতো ব্যাটসম্যানরা ব্যাটিং অর্ডারে থাকবেন।
আরও পড়ুন … IPL-র ঘুম কাড়তে ‘ক্রিকেটের গ্র্যান্ডস্ল্যামের’ ছক সৌদিতে! ৪৪০০ কোটি টাকার T20 লিগের ভাবনা
আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের অভিযান শুরু করবে ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৩ মার্চ (রবিবার) তারা প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যা হবে এই মরশুমের প্রথম ডাবল-হেডার ম্যাচ।
দ্বিতীয় ইনিংসে বল হাতে অভিষেক শর্মাকে দারুণভাবে সামলান ইশান কিষান, যিনি SRH-এর হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন। অন্যদিকে, ওপেনিং জুটিতে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং চলতেই থাকবে।