নিলামের আগে মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখে চেন্নাই সুপার কিংস। পরে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে পুরনো স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে দলে ফেরায় তারা। কিছু নতুন ক্রিকেটারকে দলে নেয় সিএসকে। সব মিলিয়ে আইপিএল ২০২৫-এর জন্য ২৫ জনের স্কোয়াড পূর্ণ করেছে চেন্নাই।
আপাতত দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর জন্য চেন্নাই সুপার কিংসের সেরা একাদশ হতে পারে কেমন। জেনে নেওয়া যাক সিএসকের শক্তি-দুর্বলতার দিকগুলি।
চেন্নাই সুপার কিংসের স্কোয়াড
ব্যাটার: রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শেখ রশিদ, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ।
অল-রাউন্ডার: রাচিন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শঙ্কর, স্যাম কারান, অংশুল কাম্বোজ, দীপক হুডা, জেমি ওভার্টন, রামকৃষ্ণ ঘোষ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে।
বোলার- খলিল আহমেদ, নূর আহমেদ, মুকেশ চৌধরী, গুরজপনীত সিং, ন্য়াথন এলিস, কমলেশ নাগারকোটি, শ্রেয়স গোপাল ও মিথাসা পথিরানা।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী/দীপক হুডা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ ও মাথিসা পথিরানা।
চেন্নাই সুপার কিংসের শক্তি
১. চেন্নাই সুপার কিংসের টপ-মিডল অর্ডারে অভিজ্ঞ ভারতীয় ব্যাটারদের উপস্থিতি চিন্তায় রাখবে প্রতিপক্ষ বোলিং লাইনআপকে। ওপেনে রুতুরাজ গায়কোয়াড় নির্ভরযোগ্য। রাহুল ত্রিপাঠী, দীপক হুডারা আইপিএলের মঞ্চে পরীক্ষিত। মিডল অর্ডারে শিবম দুবে বড় শট খেলতে ওস্তাদ। ফিনিশার ধোনি তো রয়েছেনই। তা ছাড়াও রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারানদের উপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা বাড়িয়েছে বিস্তর।
২. চেন্নাইয়ের দুই বিদেশি ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র স্পিনের বিরুদ্ধ স্বচ্ছন্দ। ভারতের পিচে আগেও সফল হয়েছেন তাঁরা। সুতরাং, যে কোনও পিচে সফল হওয়ার মতো ব্যাটিং লাইনআপ রয়েছে চেন্নাইয়ের হাতে।
৩. সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্যই আইপিএলে অল-রাউন্ডারদের ভূমিকা কমেছে। তবে চেন্নাইয়ের হাতে এত অল-রাউন্ডার রয়েছে যে, তাদের বোলিং বিকল্পের অভাব হবে না। সম্ভাব্য প্রথম একাদশে রাচিন রবীন্দ্র, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও স্যাম কারান ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের অবদান রাখতে পারেন। তার উপর বিশেষজ্ঞ পেসাররা তো রয়েছেনই।
চেন্নাই সুপার কিংসের দুর্বলতা
চেন্নাইয়ের স্পিন বোলিং শক্তিশালী হলেও পেস বোলিং বিভাগকে তুলনায় দুর্বল দেখাচ্ছে। দীপক চাহার চলে যাওয়ায় একজন বিশেষজ্ঞ ভারতীয় পেসারের অভাব টের পেতে পারে সিএসকে। তাদের নির্ভর করতে হবে খলিল আহমেদের উপরে। বিদেশি পেসার বলতে মাথিসা পথিরানা নির্ভরোগ্য। তবে তিনি চোটপ্রবণ। এক্ষেত্রে ন্য়াথন এলিস ও স্যাম কারানকে দিয়ে কাজ চালাতে হবে চেন্নাইকে।