রাম নবমীর আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল সমস্যা। সিএবি-কে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার জানা গিয়েছে, ম্যাচটি কলকাতা থেকে সরানো হতে পারে। সেক্ষেত্রে একই দিনে ম্যাচটি হতে পারে গুয়াহাটিতে।
৬ এপ্রিল রাম নবমী। শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু অরাজনৈতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান। যে কারণে রাম নবমীর নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক বুধবার বলেছেন, রাম নবমীর দিন ইডেনে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দেওয়া কঠিন। তাই ওই ম্যাচের অনুমতি দেওয়া সম্ভব নয়। সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়েছিল পুলিশের তরফে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন কলকাতা পুলিশের আধিকারিকেরা।
আরও পড়ুন: নেতৃত্বে বদল, গৌতির অনুপস্থিতি, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তার কারণ, দলের প্লাস-পয়েন্ট কী?
বৃহস্পতিবার অবশ্য জানা গিয়েছে, ম্যাচটি কলকাতার ইডেনের বদলে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, কলকাতা ক্রিকেট সংস্থা গুয়াহাটিকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। RevSportz-এ দাবী করা হয়েছে, ‘৬ এপ্রিল রাম নবমীর দিন কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আইপিএলের ম্যাচটি কলকাতা থেকে সরানো হবে এবং সেই ম্যাচটি গুয়াহাটিতে খেলার সম্ভাবনা রয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।’ প্রসঙ্গত, গত বছরও রাম নবমীর দিন আইপিএলের ম্যাচ ছিল কলকাতায়। পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল।
আরও পড়ুন: সলিড ব্যাটিং, স্পিনের কেমিস্ট্রি, ধোনির উপস্থিতি CSK-এর শক্তি হলে, দলের দুর্বলতাগুলোও বড় প্রকট
আপাতত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে ইডেন। ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের হাত ধরে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। শনিবার সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। তার আগে, সন্ধ্যে ৬টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। সঙ্গে থাকবে দিশা পাটানির পারফরম্যান্স। নাচে মঞ্চ মাতাবেন দিশা। শনিবার সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। তার আগে, সন্ধ্যা ৬টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন শ্রেয়া, দিশারা।
এখানেই শেষ নয়, একটি রিপোর্টে বলা হয়েছে, সলমন খান সহ বেশ কয়েক জন বলিউড তারকা উপস্থিত থাকতে পারেন আইপিএলের উদ্বোধনী ম্যাচের অনুষ্ঠানে। এই তালিকায় প্রিয়ঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, সঞ্জয় দত্তদের নাম আছে। এমন কী আমেরিকান পপ ব্যান্ড OneRepublic-এর নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে যে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে অন্য বারের মতো এবারেও ইডেনে উপস্থিত থাকবেন, তবে সলমন খান তাঁর সিনেমা ‘সিকন্দর’-এর প্রচার করতে আসছেন।