Lucknow Super Giants Mentor: আইপিএল ২০২৫ এর আগে প্রাক্তন ভারতীয় পেসার জহির খানকে তাদের পরামর্শদাতা হিসাবে নিয়োগের বিষয়ে একটি বড় ইঙ্গিত দিল লখনউ সুপার জায়ান্টস। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে পরে তা মুছে ফেলা হল। LSG-এর মুছে ফেলা পোস্টটি পরে একটি ভিন্ন সৃজনশীলের সঙ্গে পুনরায় পোস্ট করা হয়েছিল কিন্তু ভক্তদের চোখ এড়িয়ে যেতে পারেনি। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি দ্বারা শেয়ার করা ক্রিয়েটিভটিতে জাহিরকে দেখতে পেয়েছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত জাহির খানকে নিজেদের মেন্টর হিসাবে ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস। জাহির খানের হাতে মেন্টরের জার্সি তুলে দেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
লখনউ সুপার জায়ান্টস ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এর আগে ডেল স্টেইনের একটি উদ্ধৃতি সহ জাহিরের একটি ছবি শেয়ার করেছিল এবং ক্যাপশন লেখা হয়েছিল ‘আরেকটি অর্থহীন অফ-সিজন পোস্ট?’ কয়েক মিনিট পরে পোস্টটি মুছে ফেলা হয়েছিল এবং একটি ভিন্ন সৃজনশীলের সঙ্গে পুনরায় পোস্টটি শেয়ার করা হয়েছিল, যদিও ক্যাপশনটি একই ছিল। একাধিক প্রতিবেদন অনুসারে, লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা হিসাবে যোগ দেবেন জাহির খান। ফলে বলা যেতেই পারে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হওয়ার পথে জাহির খান। এই খবরের ঘোষণা করতে পারেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গৌতম গম্ভীরের জায়গা নিতে পারেন ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার জাহির। ২০২২ সাল পর্যন্ত তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এবার লখনউ সুপার জায়ান্টসের হাত ধরে আইপিএলে ফিরতে চলেছেন জাহির খান।
আরও পড়ুন… WCPL 2024: ব্যাট হাতে জেমিমার ঝোড়ো ইনিংস, ফাইনালে উঠল শাহরুখ খানের নাইট রাইডার্স
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার দলের মেন্টর হিসাবে জাহির খানের নাম ঘোষণা করা হতে পারে। লখনউয়ের দায়িত্ব ছেড়ে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছিলেন। এরপরে ২০২৪ সালের আইপিএলও জেতে কেকেআর। এখন ভারতীয় দলের কোচিং দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু তিনি দায়িত্ব ছাড়ার পর থেকে লখনউ দলে কেউ মেন্টর হিসাবে ছিলেন না। সেই জায়গায় এ বার আনা হতে পারে জাহির খানকে।
আরও পড়ুন… ভিডিয়ো: CR7-এর দুরন্ত ফ্রিকিক, ৯০০ গোলের সামনে রোনাল্ডো, ক্রিশ্চিয়ানোকে বিশেষ সম্মান দেবে উয়েফা
লখনউয়ের এখন কোনও বোলিং কোচও নেই। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি এখন ভারতীয় দলের বোলিং কোচ। জাহিরকে সেই দায়িত্বও নিতে হতে পারে। সেই সঙ্গে নতুন খেলোয়াড় খুঁজে আনার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। লখনউ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেই সঙ্গে রয়েছেন লান্স ক্লুজ়নার এবং অ্যাডাম ভোজেস।
আরও পড়ুন… Juan Izquierdo death: খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত, মাত্র ২৭ বছর বয়সেই মারা গেলেন উরুগুয়ের ফুটবলার
মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটলস) দলের হয়ে আইপিএল-এ খেলেছিলেন জাহির খান। আইপিএলে ১০০টি ম্যাচে ১০২টি উইকেট রয়েছে তাঁর। ২০১৭ সালে শেষ বার আইপিএলে খেলেছিলেন জাহির খান। এরপরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে দীর্ঘ দিন পরে ফের আইপিএল-এ কোনও দলের সঙ্গে যুক্ত হলেন জাহির খান।