আইপিএলের গত মরশুমে পঞ্জাব কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা। এর ফলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তবে এরপরেও তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা দিল্লি ক্যাপিটালসের জন্য আশীর্বাদ হয়ে যায়। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে দিল্লি তাঁকে ৩.৮ কোটি টাকায় দলে কেনে।
আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালসকে অবিশ্বাস্য জয় এনে দিলেন
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করেন আশুতোষ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লি ৬৫/৫ উইকেটে পড়ে যায়। এখান থেকেই অক্ষর প্যাটেল নেতৃত্বাধীন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশুতোষ শর্মা।
প্রথমদিকে ধীর গতিতে খেলা শুরু করলেও, পরে বিধ্বংসী ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। যখন দিল্লি একের পর এক উইকেট হারাচ্ছিল, তখন ৩১ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে এক বল হাতে রেখে নাটকীয় জয় এনে দেন তিনি।
আরও পড়ুন … IPL 2025: দর্শকসংখ্যায় ৩৯% বৃদ্ধি, প্রথম সপ্তাহেই সুপারহিট! গড়ল নতুন ইতিহাস, ভাঙল একাধিক রেকর্ড
আশুতোষের কঠোর পরিশ্রম ও প্রস্তুতি
ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের সময় আশুতোষ শর্মা বলেন, ‘আমি সবসময় নিজেকে ম্যাচ শেষ করার মুহূর্ত কল্পনা করতাম। আমি একজন পেশাদার খেলোয়াড় এবং প্রতিদিন উন্নতি করতে চাই।’
হিন্দুস্তান টাইমসের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট কিছুই করিনি। আমাদের দীর্ঘ মরশুম থাকে—রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেখানেই আমরা অনুশীলন করি। দিল্লি ক্যাপিটালসও আমাদের জন্য প্রাক-মরশুম ক্যাম্পের আয়োজন করেছিল, যেখানে আমি আমার স্কিল নিয়ে কাজ করেছি।’
তিনি আরও জানান যে, আইপিএল শুরুর আগে থেকেই তিনি রেঞ্জ হিটিং অনুশীলন করেছেন, যা তাকে ওয়াইড ইয়র্কার সামলাতে সাহায্য করেছে। আশুতোষ শর্মা বলেন, ‘আমি প্রতিদিন ২-৩ ঘণ্টা রেঞ্জ হিটিং অনুশীলন করি। এই সুনির্দিষ্ট অনুশীলনই আমাকে কঠিন পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে সাহায্য করেছে।’
আরও পড়ুন … IPL 2025: কাব্য মারানের মন ভাঙলেন LSG-র তারকা নিকোলাস পুরান! ভাইরাল SRH-র কর্ণধারের ছবি
শিখর ধাওয়ান, কেভিন পিটারসেন ও এমএস ধোনির ভূমিকা
ম্যাচ জয়ের পর আশুতোষ শর্মা ‘সুইচ হিট’ সেলিব্রেশন করেন, যা তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেনকে উৎসর্গ করেছেন। আশুতোষ শর্মা বলেন, ‘ম্যাচের সময় আমি কেভিন পিটারসেনের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে নিজের খেলায় বিশ্বাস রাখতে বলেন। তার মতো একজন কিংবদন্তি যখন আমাকে এতটা বিশ্বাস করেন, তখন আমি তার জন্য কিছু করতে চেয়েছিলাম।’
আশুতোষের কেরিয়ারে শিখর ধাওয়ানও বড় ভূমিকা রয়েছে। নিজের জীবনে শিখর ধাওয়ানের প্রভাব নিয়ে আশুতোষ শর্মা বলেন, ‘গত বছর পঞ্জাব কিংসের ক্যাম্পে থাকার সময় থেকেই আমি শিখর ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করেছেন। তিনি বলেন, প্রতিটি খেলোয়াড়ের স্কিল আলাদা হতে পারে, তবে আত্মবিশ্বাস ও মানসিকতা একজনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।’
আরও পড়ুন … IPL 2025 KKR: আদৌ ঘরের মাঠ বলে কিছু আছে কি? ইডেনের পিচ বিতর্কের আগুনে ঘি দিলেন বাংলার প্রাক্তনী
ম্যাচের পর ধাওয়ান ভিডিয়ো কলে তাঁকে অভিনন্দন জানান। এমএস ধোনির মূল্যবান পরামর্শের কথাও মনে রেখেছেন আশুতোষ শর্মা। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের সময় এমএস ধোনির সঙ্গে কথা বলার সুযোগ পান। সেই স্মৃতির কথা মনে করে আশুতোষ বলেন, ‘আমি ধোনি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, যখন তিনি ম্যাচ শেষ করতে যান, তখন তার মনে কী চলে? তিনি আমাকে অনেক কিছু বলেছিলেন।’ এই সময়ে আশুতোষ আরও বলেন, ‘ধোনি ভাইয়ের দেওয়া পরামর্শ গোপনীয়!’
আশুতোষ শর্মা এখন আইপিএলে একজন প্রতিশ্রুতিশীল ফিনিশার হিসেবে নিজের জায়গা পাকা করতে চলেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে তার যাত্রা অব্যাহত থাকলে, ভারতীয় ক্রিকেটে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলেই মনে করহচ্ছে।