ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। চেন্নাই সুপার কিংস (CSK) নতুন মরশুমের আগে নিজেদের জোরদার প্রস্তুতিতে ব্যস্ত। এবার সিএসকে-তে ফিরেছেন দলের পুরনো প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিন। তিনি দলে যোগ দেওয়ায় সিএসকে-র স্পিন বিভাগই শুধু শক্তিশালী হয়নি, লোয়ার অর্ডার ব্যাটিংও শক্তিশালী হয়েছে। তবে মরশুম শুরুর আগে এমএস ধোনি সম্পর্কে অশ্বিন এমন একটি বিবৃতি দিয়েছেন, যা বেশ চাঞ্চল্যকর।
অশ্বিনের ডাকে সাড়া দেননি ধোনি
রবিচন্দ্রন অশ্বিন এমন কয়েক জন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন, যাঁরা ১০০টি টেস্ট খেলেছেন। যখনই একজন ভারতীয় খেলোয়াড় ১০০টি টেস্ট খেলে, বিসিসিআই তাঁকে একটি বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করে। আর অশ্বিন তাঁর ১০০তম টেস্টে এমএস ধোনির হাত থেকে এই বিশেষ স্মারকটি পেতে চেয়েছিলেন। যে কারণে তিনি ধোনিকে আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু ধোনি আসতে পারেননি। তখন অশ্বিনের খুব খারাপ লাগছিল।
২০২৪ সালে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন ১০০তম টেস্ট খেলেছিলেন। রবিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে অশ্বিন বলেছেন, ‘ধর্মশালায় আমার ১০০তম টেস্টের জন্য আমি এমএস ধোনিকে স্মারক দেওয়ার জন্য ডেকেছিলাম। আমি এটা আমার শেষ টেস্ট ধরে নিয়েছিলাম। কিন্তু তিনি আসতে পারেননি।’ যার জন্য মনটা খারাপই হয়েছিল অশ্বিনের। তবে ধোনির অন্য একটি সিদ্ধান্তে খুশিতে ভরে গিয়েছেব তারকা স্পিনার।
অশ্বিন এখন খুশি কেন?
১০০তম টেস্ট উপলক্ষে ধোনির অনুপস্থিতির কারণে অশ্বিন অবশ্যই দুঃখিত ছিলেন তবে এখন তিনি খুশি। কারণ তিনি সিএসকে-তে ফের ফিরতে পেরেছেন। আর এটা কারও অজানা নয় যে, ধোনির কথাতেই সিএসকে কর্তারা প্লেয়াদের দলে নেন। টিম তৈরি করেন। অশ্বিনের প্রত্যাবর্তনের পিছনে নিঃসন্দেহে ধোনিরই হাত রয়েছে। সে কথা তারকা স্পিনার ভালো ভাবেই জানেন বলে দাবি করেছেন, ‘আমি ভাবিনি যে ধোনি আমাকে সিএসকেতে ফিরে এনে উপহার দেবেন। এটা আমার কাছে তাঁর শততম টেস্টে আসার চেয়েও বেশি মূল্যবান। এর জন্য ধোনিকে ধন্যবাদ জানাই। আমি এই দলে যোগ দিয়ে খুব খুশি।’
১০ বছর পর সিএসকে-তে ফিরলেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন শেষ বার ২০১৫ সালে সিএসকে-এর হয়ে খেলেছিলেন। এর পরে ২০১৬ এবং ২০১৭-এর জন্য সিএসকে-কে নির্বাসিত করা হয়েছিল। এই সময়ে অশ্বিন পুণের দলে ধোনির সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু যখন চেন্নাই সুপার কিংস ফের ২০১৮ সালে আইপিএলে ফিরে আসে এবং ধোনি ফের অধিনায়ক নির্বাচিত হন, তখন অশ্বিনকে ফেরানো হয়নি। তিনি পঞ্জাব, দিল্লি এবং তার পর রাজস্থানের হয়ে আইপিএল খেলেন। তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে চেন্নাইয়ের দল অশ্বিনকে ১০ বছর পর আবার দলে নিয়েছে। রাজস্থানও অশ্বিনকে দলে নিতে চেয়েছিল। তবে ৯.৫০ কোটির বেশি ওঠেনি তারা। শেষ পর্যন্ত ৯ কোটি ৭৫ লক্ষতে সিএসকে কিনে নেয় অশ্বিনকে।