বিরাট কোহলিকে ছাড়া যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা ভাবতেই পারেন না ক্রিকেটপ্রেমীরা। ঠিক তেমনই সম্প্রতি আরসিবির সঙ্গে জড়িয়ে গিয়েছেন মিস্টার নাগস। নিতান্ত হাসিখুশি এই চরিত্র আরসিবির অন্দরমহলের পরিবেশ হালকা রাখেন খেলোয়াড়দের হাসি ঠাট্টায় মাতিয়ে রেখে। অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় মনোরঞ্জন করতে জুড়ি নেই মিস্টার নাগসের।
আরসিবি ইনসাইডার শো-এ মিস্টার নাগস যেভাবে ক্রিকেটারদের বিব্রত করেন, তা রীতিমতো উপভোগ্য। নতুন মরশুম শুরুর আগে আরসিবির খেলোয়াড়দের সঙ্গে মস্করা শুরু করে দিলেন মিস্টার নাগস। আরসিবি আনবক্স অনুষ্ঠান থেকেই তিনি ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিডদের জ্বালাতন করা শুরু করেন। তাঁর হাত থেকে পার পাননি আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও।
চিন্নাস্বামীর অনুষ্ঠানের মাঝেই মিস্টার নাগস ক্রিকেটারদের ধরে ধরে সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেন, যা মোটেও গুরুগম্ভীর নয়। বরং তিনি মজাদার সব বিষয়ে প্রশ্ন করেন আরসিবি তারকাদের। ক্রুণাল পান্ডিয়া ক্যামেরার সামনে নিজে থেকে মিস্টার নাগসকে আরসিবির সব থেকে জনপ্রিয় ব্যক্তি আখ্যা দেন। তবে তিনি ভাবতেও পারেননি যে, এভাবে বিব্রত হতে হবে তাঁকে।
মিস্টার নাগস ক্রুণালকে জিজ্ঞাসা করেন যে, সুপারস্টারের সঙ্গে থাকতে কেমন লাগে? যেহেতু ঠিক তার আগেই সিনিয়র পান্ডিয়া মিস্টার নাগসকে আরসিবির সব থেকে জনপ্রিয় ব্যক্তি বলে উল্লেখ করেন, তাই তিনি ভাবেন মিস্টার নাগস হয়তো নিজেকে সুপারস্টার বলে ইঙ্গিত করছেন। ক্রুণাল ফের একই কথার পুনরাবৃত্তি করতে চাইলে মিস্টার নাগস বলেন যে, ‘না না, আমার কথা বলছি না, তোমার ভাইয়ের কথা বলছি।’ অর্থাৎ হার্দিককে এক্ষেত্রে সুপারস্টার আখ্যা দিয়ে ক্রুণালের সঙ্গে রসিকতা করেন নাগস।
মিস্টার নাগস তার আগে মজা করে বলেন যে, প্রতি বছর আরসিবি আনবক্স অনুষ্ঠান আয়োজন করে খরচ দেখানোর জন্য। নাহলে আয়কর বিভাগ তাদের উপর ট্যাক্স চাপাবে। নাগস যশ দয়ালকে রিটেনড হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করেন যে, এই মাঠে ফের বল করতে হবে ভেবে কি তিনি ভয় পাচ্ছেন? চিন্নাস্বামীতে যেভাবে বোলারদের পিটুনি খেতে হয়, সেই দিকেই ইঙ্গিত করেন নাগস।
টিম ডেভিডকে মিস্টার নাগস জিজ্ঞাসা করেন, এই ফ্র্যাঞ্চাইজিতে কতদিন থাকবেন? জবাবে ডেভিড বলেন, ‘যতদিন আপনারা রাখবেন।’ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে মিস্টার নাগস বলে বসেন যে, ‘আপনি তো ভিকট্রির আগেই ভিকট্রি ল্যাপ সেরে ফেললেন।’ আসেল আনবক্স অনুষ্ঠানের মাঝে আরসিবির ক্রিকেটার ও কোচিং স্টাফরা মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন স্বীকার করেন। ক্যাপ্টেন রজত পতিদারকে খাওয়ার সময়েও গিয়ে বিরক্ত করেন মিস্টার নাগস।