২৪ এবং ২৫ নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ মেগা নিলামের আসরটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল। ১০টি আইপিএল দল আইপিএল মেগা নিলাম ২০২৫-এ খেলোয়াড় কিনেছে যা আবাদি আল-জাওহার অ্যারিনায় দুই দিন ধরে চলেছিল। এই নিলামে রেকর্ড অর্থ পেয়েছেন ঋষভ পন্ত। ভারতের একাধিক ক্রিকেটাররা এবারে রেকর্ড অর্থ পেয়েছেন। এই তালিকায় পন্তের সঙ্গে শ্রেয়স আইয়ারও রয়েছেন। তবে মহম্মদ শামির জন্য এই বিডটি খুব একটা ভালো ছিল না।
মহম্মদ শামিকে ঘরে তুলল সানরাইজার্স হায়দরাবাদ
এই নিলামে মহম্মদ শামির জন্য তাঁর পুরানো দল গুজরাট টাইটান্স RTM ব্যবহার করেনি। আইপিএল ২০২৩ এর পার্পল ক্যাপধারী মহম্মদ শামির জন্য GT-র রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার না করায় অনেকেই অবাক হয়েছেন। এবং সানরাইজার্স হায়দরাবাদ মহম্মদ শামিকে তাদের ক্যাম্পে নিয়ে যেতে সফল হয়েছিল। গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা শামির জন্য আরটিএম কার্ড ব্যবহার না করার কারণ জানিয়েছেন।
আরও পড়ুন… WI vs BAN: অ্যান্টিগা টেস্ট হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন মিরাজ? জিতে কী বললেন ব্র্যাথওয়েট
বড় রহস্য ফাঁস করলেন আশিস নেহরা
ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিকে এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে। আইপিএল ২০২৫ নিলামে ১০ কোটি টাকায় শামিকে কিনেছিল হায়দরাবাদ। তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স অবশ্য সেই সময়ে মহম্মদ শামির জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারত। তবে তারা সেটা করেনি। আইপিএল 2025 মেগা নিলামের পরে জিওসিনেমার সাথে কথা বলার সময়, গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা এই বিষয়ে কথা বলেছিলেন।
আরও পড়ুন… Shubman Gill Injury: পার্থের পরে এবার অ্যাডিলেড, পিঙ্ক বল টেস্টেও অনিশ্চিত শুভমন গিল
শামির জন্য কেন RTM কার্ড ব্যবহার করা হল না-
আশিস নেহরা বলেন, ‘আমাদের শামিকে ধরে রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এই কৌশলটি কাজ করেনি।’ এরপরে GT কোচ বলেন, ‘মহম্মদ শামি গুজরাট টাইটান্স এবং ভারতের জন্য যা করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের ধরে রাখার পরিকল্পনার অংশ ছিলেন, কিন্তু প্রতিটি পরিকল্পনা ধরে রাখার ক্ষেত্রে সফল হয় না।’ তিনি আরও বলেন, ‘আমরা আরটিএম কার্ড ব্যবহার করার কথা ভেবেছিলাম, কিন্তু এটি যে দামে গেছে তা বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল।’
দেখুন কী বললেন আশিস নেহরা-
আরও পড়ুন… Video: ছয় ছক্কা মেরে ললিত মোদীর কাছে এসে পোর্শ গাড়ি চেয়েছিলেন যুবরাজ! মজার গল্প শোনালেন IPL-এর জনক
আইপিএলে এখন পর্যন্ত মহম্মদ শামির যাত্রা
২০২২ সালের আইপিএলে মোহাম্মদ শামিকে ৬.২৫ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স তার অভিষেক মরসুমে আইপিএল ট্রফি জিতেছিল এবং শামি এতে মুখ্য ভূমিকা পালন করেছিল। শামি আইপিএল ২০২৩-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। তার গড় ছিল ১৮.৬৪ এবং এই সময়ে তাঁর ইকোনমি রেট ছিল ৮.০৩। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় শামি গোড়ালিতে আঘাত পেয়েছিলেন, যে কারণে তিনি আইপিএল ২০২৪ থেকে বাইরে ছিলেন।