একজনের প্রশিক্ষণে ১০ বছর পরে কলকতা নাইট রাইডার্স ফের আইপিএল ট্রফি জিতেছে। অন্যজনের কোচিংয়ে ভারতীয় দল দীর্ঘ ১১ বছর পরে ফের আইসিসি ট্রফি ঘরে তুলেছে। ভারতকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে অব্যহতি নিয়েছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে দ্রাবিড়ের ছেড়ে দেওয়া চেয়ারে বসা কার্যত পাকা দেখাচ্ছে মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল ট্রফি এনে দেওয়া গম্ভীরের।
দ্রাবিড়ের জায়গা যদি গম্ভীর নেন, তবে কেকেআরকে এক্ষেত্রে নতুন মরশুমের জন্য নতুন মেন্টর খুঁজে নিতে হবে। কলকাতা নাইট রাইডার্স এক্ষেত্রে সরাসরি হাত বাড়িয়েছে রাহুল দ্রাবিড়ের দিকে। অর্থাৎ, লাইক-টু-লাইক রিপ্লেসমেন্ট বলা হোক বা প্রশিক্ষকের অদল-বদল, কেকেআর যে কোনও মূল্যে দ্রাবিড়কে নতুন মরশুমের জন্য মেন্টর করতে চাইছে, এমনটাই খবর।
নিউজ-১৮'এর খবর অনুযায়ী রাহুল দ্রাবিড়কে কোচিং স্টাফ হিসেবে দলে পেতে চাইছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। কেকেআর রাহুলের সামনে লোভনীয় প্রস্তাব পেশ করেছে বলে খবর। ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড় পেতেন ১২ কোটি। কেকেআর তার থেকেও বেশি অর্থ দিকে প্রস্তুত রাহুলকে, এমনটাই খবর।
উল্লেখ্য, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দ্রাবিড় আইপিএলে কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। অতীতে রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। রাহুলের কোচিংয়ে ভারতের সিনিয়র ক্রিকেট দল ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হয়। তার আগে রাহুলের প্রশিক্ষণেই টেস্ট চ্যাম্পিয়নশিপেও রানার্স হয় ভারত। খেতাব জেতে এশিয়া কাপের।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের যুব দল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড়ের কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল। তিন ফর্ম্যাট মিলিয়ে দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ২৪২০৮ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৪৮টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১৪৬টি।
বিশ্বকাপ জয়ের পরে রাহুল দ্রাবিড় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মজার ছলে জানান যে, তিনি এবার বেকার হয়ে যাচ্ছেন। দ্রাবিড় মস্করা করে জানতে চান কারও কাছে কোনও কাজের প্রস্তাব আছে কিনা। একটা বিষয় স্পষ্ট যে, রাহুল নিজে চাইলেও ক্রিকেটের আঙিনা থেকে বেশিদিন দূরে সরে থাকা সম্ভব হবে না তাঁর পক্ষে।
বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই দ্রাবিড় নতুন করে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন না। তবে সারা বছরের মধ্যে কয়েক মাসের জন্য আইপিএলে কাজ করতে তাঁর বিশেষ অসুবিধা হবে বলে মনে হয় না। এখন দেখার যে, কেকেআর টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী কোচকে জালে তুলে পারে কিনা।