কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন মার্কশিট
রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রামনদীপ সিংকে রিটেন করেছে কেকেআর। প্রথম একাদশের নিরিখে বিচার করলে পাঁচে রিঙ্কু, ছয় রাসেল এবং সাতে রামনদীপ নামবেন। অর্থাৎ নিলামে ফিনিশারের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না কেকেআরকে। নারিনকে ওপেনিংয়ে নামানো হবে।
আর বোলিংয়ের দিক থেকে নারিন, বরুণ এবং হর্ষিত থাকায় ২০ ওভারের মধ্যে ১২ ওভার নিশ্চিত হয়ে গিয়েছে। রাসেলও চার ওভার করতে পারেন। প্রয়োজনে বল করতে পারেন রামনদীপও। ফলে কমপক্ষে ১৬ ওভারের বোলিং ঝুলিতে রেখে মেগা নিলামে নামছে কেকেআর। সবমিলিয়ে বেশ ভালো রিটেনশন করেছে নাইট ব্রিগেড। নিলামটা যদি ভালো যায়, তাহলে বেশ ভালো দলই তৈরি হবে।
রিটেনশনের নিরিখে কত পাবে? ১০-র মধ্যে আট পাবে। অধিনায়ককে রিটেন করতে না পারায় মেগা নিলামে ক্যাপ্টেন খুঁজতে হবে। আর সেটার জন্য পকেট থেকে বাড়তি খরচ হতে পারে। যা চাপে ফেলে দিতে কেকেআরকে।
মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন মার্কশিট
গতবারের ব্যর্থতার পরে এবার যে পাঁচজনকে রিটেন করেছে, তাঁদের থেকে আর ভালো কাউকে রেখে দিতে পারত না মুম্বই। বিশেষত গতবার চার মহাতারকার (রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব) সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল, সেই পরিস্থিতিতে তাঁদের সকলকেই হাসিমুখে রেখে দেওয়ার জন্য মুম্বই ম্যানেজমেন্টের কৃতিত্ব প্রাপ্য। সেইসঙ্গে তিলক বর্মাকে রেখে দিয়েছে। ফলে এক ওপেনার, তিন নম্বর, চার নম্বর এবং পাঁচ নম্বর ব্যাটারের জায়গা নিয়ে কোনও অনিশ্চয়তা থাকল না। আর বোলিংয়ে তো ‘বাদশা’ বুমরাহ আছে।
রিটেনশনের নিরিখে কত পাবে? একদম ‘পারফেক্ট’ রিটেনশন হয়েছে মুম্বইয়ের। ১০-এ ১০ পাবে।
সানরাইজার্স হায়দরাবাদের রিটেনশন মার্কশিট
কোন স্টাইলে খেলবে, সেটা ঠিক করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সেইমতো মারকুটে ব্যাটিংয়ের তিন স্তম্ভকে (হেনরিখ ক্লাসেন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা) রিটেন করেছেন। হেডকে যে ১৪ কোটি টাকায় রেখেছে, সেটা সানরাইজার্সের বিশাল লাভ। সেইসঙ্গে যে অধিনায়কের হাত ধরে সাফল্য এসেছিল, সেই প্যাট কামিন্সকে রেখে দিয়েছে। রাখা হয়েছে নীতীশকুমার রেড্ডিকেও। যিনি ভারতের উঠতি তারকা তো বটেই, স্থানীয় ফ্যানবেসের জন্যও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিটেনশনের নিরিখে কত পাবে? ১০-র মধ্যে নয় পাবে সানরাইজার্স হায়দরাবাদ।
চেন্নাই সুপার কিংসের রিটেনশন মার্কশিট
রিটেনশনের সঙ্গে আবেগকে মিশিয়ে ফেলেছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করা হয়েছে। কিন্তু রুতুরাজ বা জাদেজাকে যে ১৮ কোটি টাকায় রিটেন করেছে, সেটার থেকে অনেক কম দামেই নিলাম থেকে তাঁদের নিতে পারত।
পাথিরানাকে যে ১৩ কোটি টাকা এবং দুবেকে যে ১২ কোটি টাকায় রিটেন করেছে, সেটা ঠিক করেছে সিএসকে। ধোনিকে তো আনক্যাপড খেলোয়াড়ের আওতায় রিটেন করা হয়েছে। তাঁকে মাত্র চার কোটি টাকায় রিটেন করে সিএসকে যে ফায়দা তুলেছে, সেটা ‘কাটাকুটি’ হয়ে গিয়েছে রুতুরাজ এবং জাদেজার রিটেনশনের জন্য।
রিটেনশনের নিরিখে কত পাবে? ১০-র মধ্যে ছয় পাবে চেন্নাই সুপার কিংস।
রাজস্থান রয়্যলসের রিটেনশন মার্কশিট
চেন্নাইয়ের মতোই আবেগের রিটেনশনের পথে হেঁটেছে রাজস্থান রয়্য়ালস। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিমরন হেতমায়ার, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেলকে রাখা হয়েছে। সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালকে যে ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা পাওয়ারই কথা।
কিন্তু জস বাটলার এবং যুজবেন্দ্র চাহালকে না নিয়ে জুরেলকে ১৪ কোটি টাকায় রিটেন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড তেমন আহামরি নয়। সম্ভবত রাজস্থানের হাত ধরে লাইমলাইটে উঠে আসায় নিজেদের ‘আবিষ্কার’ হিসেবে বাটলারের পরিবর্তে জুরেলকে ১৪ কোটি টাকায় রেখেছে রাজস্থান।
রিটেনশনের নিরিখে কত পাবে? ১০-র মধ্যে ছয় পাবে রাজস্থান রয়্যলস।
(বাকি পাঁচটি দলের স্কোরকার্ড আসছে পরবর্তী প্রতিবেদনে)