রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একেবারে শুরু থেকে অর্থাৎ ২০০৮ সাল থেকে আইপিএল খেলছে। অথচ তারা এখনও পর্যন্ত কোনও ট্রফি জেতেনি। সেই ট্রফির খরা এই মরশুমে কাটাতে মরিয়া আরসিবি। বিরাট কোহলিও প্রথম বার আইপিএল জয়ের স্বাদ পেতে উদগ্রীব।
শুরু থেকেই আরসিবি-তে থাকার সুবাদে কোহলিরও আইপিএল জয়ের স্বাদ পাওয়া হয়নি। যে কারণে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জেতার জন্য মরিয়া বিরাট। ইতিমধ্যে তিনি আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর দলের প্রথম শিরোপা জয়ের জন্য এবারও সকলেই তাকিয়ে বিরাট কোহলির দিকে।
আরও পড়ুন: বয়স বাড়লেও মেজাজ বদলায়নি, মাস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
অনুশীলন শুরু কোহলির
বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছে। যে ভিডিয়োতে কোহলির নেট সেশনের ঝলক শেয়ার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচটি হবে কলকাতার ইডেনে। সেই ম্যাচ দিয়েই আরসিবি অভিযান শুরু করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
সম্প্রতি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি। এর পর কয়েক দিন তিনি ছুটি কাটিয়েছেন। শেষ পর্যন্ত ২০২৫ আইপিএলের জন্য তিনি আরসিবি-তে যোগ দিয়ে সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। নেট অনুশীলনে কোহলিকে লফ্টেড স্ট্রোক, ড্রাইভ ছাড়াও বিভিন্ন শটগুলিতে আরও ধার দিতে দেখা গিয়েছে।
প্রস্তুতি সেশনে বিরাটের নাচ
এমনিতে আরসিবি-র প্রস্তুতি সেশনে কোহলি খোলামেলা মেজাজেই ছিলেন। সোশ্যাল মিডিয়ায় কোহলির প্র্যাকটিস ভিডিয়ো ছাড়াও, আরও একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে আরসিবি-র প্রাক্তন অধিনায়ককে মনের খুশিতে নাচ করতে দেখা গিয়েছে। আরসিবি-র নতুন জার্সি এবং প্যাড পরে কোহলি বসে বসেই নাচতে লেগে যান। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পর এবং নিজে ভালো পারফরম্যান্স করায় ফুরফুরে মেজাজে কোহলি। আর সেটাই ধরা পড়েছে অনুশীলন সেশনেও।
আইপিএলের ইতিহাসে ২৫২ ম্যাচে ৮০০৪ রান করে ফেলেছেন কোহলি। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও প্লেয়ারের করা সর্বোচ্চ স্কোর। কোহলির ঝুলিতে রয়েছে ৮টি শতরান এবং ৫৫টি হাফসেঞ্চুরি। গত মরশুমেও ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন কোহলি। তবে আইপিএল খেলা চালিয়ে যাবেন। স্বভাবতই প্রায় ৭-৮ মাস পর ফের টি২০ ফর্ম্যাটে খেলতে নামছেন কিং কোহলি।