দলের ব্যর্থতার কারণেই কি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল? বৃহস্পতিবার দুপুর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন দলের হেড কোচের পদ থেকে আগেই রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে এবার তাহলে কি সৌরভকে সরিয়ে দেওয়া হল। এখন ভক্তেরা প্রশ্ন করছেন তাহলে কি আর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে না।
এই সব খবরের মাঝেই এবিপি আনন্দের রিপোর্টে উঠে এসেছে অন্য এক তথ্য। জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটাই নাকি পূর্ব নির্ধারিত ছিল। পরের দু'বছর যে সৌরভ দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকবেন না, সেটা নাকি আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে ২০২৭ সালের আইপিএলে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে দেখা যেতে পারে।
আরও পড়ুন… ভিডিয়ো: কঠিন সময়ে কেএল রাহুল-বিরাট কোহলির ক্যাচ মিস! মাঠের মাঝেই রেগে লাল রোহিত শর্মা
জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত ডব্লিউপিএলে দিল্লির মহিলা দল ও এসএটি ২০-তে প্রিটোরিয়া দলের ডিরেক্টর থাকছেন। ২০২৭ সালের আইপিএলে দাদা আবার দিল্লির ক্যাপিটালসের ডিরেক্টর পদে দায়িত্ব নেবেন। মাঝের সময়ে আইপিএলে দিল্লির ম্যাচ দেখতে মাঠেও থাকবেন। আগেই বৈঠক করে গোটা বিষয়টি আলোচনা করে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন… IND vs NZ: ভারত ৪৬ রানে অলআউট হতেই ধেয়ে এল মাইকেল ভনের কটাক্ষ! পিছিয়ে নেই ক্রিকেট অস্ট্রেলিয়া
কী কারণে ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সরতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে? এর পিছনে রয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষের চুক্তি। আগেই নাকি ঠিক ছিল যে, দু'বছর দলের দায়িত্বে থাকবেন পার্থ জিন্দল ও তাঁর জেএসডব্লিউ গ্রুপ। সৌরভের সঙ্গে যে সংস্থার চুক্তি রয়েছে। তবে ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস পুরুষ দলের দায়িত্ব যাচ্ছে সহযোগী জিএমআর গ্রুপের হাতে। যারা বৃহস্পতিবারই দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে বেণুগোপাল রাওয়ের নাম ঘোষণা করেছেন এবং দলের কোচ হিসাবে নিযুক্ত করেছে হেমাঙ্গ বাদানিকে।
আরও পড়ুন… IND vs NZ: খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত, ভারতের গোদের ওপর বিষফোঁড়া
রিপোর্টে বলা হয়েছে আসন্ন আইপিএলের মেগা নিলামে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে প্রত্যেকটি দল রিটেন করতে পারবে। জানা যাচ্ছে যে এই মেগা নিলামের আসর ভারতে নয়, মেগা নিলামের আসর বসবে বিদেশে। দুবাই বা আবু ধাবির নাম উঠে আসছে।
আরও পড়ুন… IND vs NZ: প্রথমে ব্যাটিং, দায়িত্বজ্ঞানহীন শট, তিনে কোহলি, কোন পাঁচ ভুলে মুখ পুড়ল ভারতের
তবে দিল্লি ক্যাপিটালস থেকে দায়িত্ব ছাড়লেও নিলামের টেবিলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। দিল্লি ক্যাপিটালসের নিলামের ব্লু প্রিন্ট যারা গড়বেন তাঁদের অন্যতম হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের নিলামের টেবিলে থাকতে পারেন মহারাজ। খাতায় কলমে দায়িত্বে না থাকলেও পরের তিন বছর কোন ক্রিকেটারদের নিয়ে দলগঠন করা হবে, কাদের রিটেন করা হবে, তা নিয়েও মতামত দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।