আইপিএল ২০২৫-এর দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু হচে চলা এই টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। তবে এই ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না। তাঁর ঘাড়ে এক ম্যাচ নির্বাসনের শাস্তি ঝুলছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচে তবে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কি ফিরবেন?
কে হবেন মুম্বইয়ের অধিনায়ক?
আইপিএলের প্রথমার্ধে পাওয়া যাবে না জসপ্রিত বুমরাহকে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিও তিনি খেলতে পারেননি। স্বভাবতই বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দৌড়ে থাকছেন না। এখন হার্দিকের অনুপস্থিতিতে, সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মারই অধিনায়কের দৌড়ে থাকার কথা। মুম্বইকে পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন রোহিত। এছাড়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ডই হিটম্যানের সাফল্যের প্রমাণ।
আরও পড়ুন: কেন রোহিত অবসর নেবেন? নিন্দুকদের মুখে ঝামা ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
পাশাপাশি, সম্প্রতি টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া সূর্যকুমার যাদবের রেকর্ডও দুর্দান্ত। তিনি আন্তর্জাতিক স্তরে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে ভারত ১৮টি জিতেছে এবং চারটিতে হেরেছে। রোহিত অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সকে ফের নেতৃত্ব দিতে চাইবে না। তাই সূর্যকুমার যাদবকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড় নাম, ২ কোটির ক্ষতি হতে পারে রোহিত, জাদেজাদের
কেন নিষিদ্ধ হলেন হার্দিক?
গত মরশুমে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্স থেকে ফিরে এসেছিলেন। হার্দিককে অধিনায়ক করা নিয়ে গত বছর তুমুল বিতর্কও হয়েছিল। এর প্রভাব পড়েছিল মুম্বইয়ের খেলাতেও। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই গত বছর অত্যন্ত খারাপ খেলে। তারা লিগ টেবলে লাস্টবয় হয়ে আইপিএল শেষ করেছিল। যে কারণে তিনি ব্যাপক সমালোচিতও হন। শুধু তাই নয়, মুম্বই অধিনায়ক হিসেবে তিন বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হন তিনি।
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
নিয়ম অনুযায়ী, তিন বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হলে, ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয়ে থাকে দলের অধিনায়ককে। পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধও হয়েছেন হার্দিক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তৃতীয় বার হার্দিক স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হন। যেহেতু গত বছর মুম্বই প্লে অফে যেতে পারেনি, তাই হার্দিকের শাস্তির কোটা ২০২৪ আইপিএলে পূর্ণ হয়নি। এবার সেই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। যে কারণে হার্দিক পান্ডিয়া সিএসকে-র বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।