শুভব্রত মুখার্জি:- ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে ইতিমধ্যেই তিন বছর কাটিয়ে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস দল। প্রথম দুই বছরে তারা নক আউট পর্বে খেললেও গত বছর তারা নক আউটে পৌঁছাতে পারেনি। গত বছরেই সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তাদের মেন্টর গৌতম গম্ভীর। তিনি কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব নেন।
তাঁর প্রশিক্ষণে কেকেআর আইপিএলের শিরোপাও জিততে সমর্থ হয়। গম্ভীর এই মেন্টরের পদটি ছেড়ে যাওয়ার পর এবার সেই পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে এক প্রাক্তন ভারতীয় তারকার কথাই ভেবেছে ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই এই বিষয়ে প্রাক্তন পেসার জাহির খানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের।
প্রসঙ্গত ২০২২ সাল থেকে আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে অন্তর্ভুক্ত হয় লখনউ। ৭০৯০ কোটি টাকা ব্যয় করে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনা হয় আরপিএসজি গ্রুপের তরফে। ২০২৩ সালে গম্ভীর এই ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব ছাড়ার পরে গত বছর মেন্টরের দায়িত্বে ছিলেন না কেউ।
পাশাপাশি আসন্ন মরশুম শুরুর আগেই এবার দলের বোলিং কোচের দায়িত্বও ছেড়েছেন মর্নি মর্কেল। কারণ তিনি ইতিমধ্যেই ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচ নির্বাচিত হয়েছেন। ফলে মেন্টর পদের পাশাপাশি এই বোলিং কোচের পদটিও আপাতত ফাঁকা রয়েছে। ৪৫ বছর বয়সী জাহির খানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। পাশাপাশি তিনি দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত ছিলেন। ফলে গম্ভীর এবং মর্কেলের শূন্যস্থান পূরণে জাহিরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট।
একটা সময়ে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে অনেকেই জাহির খানের কথা ভেবেছিলেন। তবে তা বাস্তবের রূপ পায়নি। সূত্রের খবর, গম্ভীরের পরামর্শেই নাকি মর্কেলকে জাতীয় দলের বোলিং কোচ করেছে বিসিসিআই। যদি শেষ পর্যন্ত জাহির সুপার জায়ান্টসের প্রস্তাবে রাজি হন তাহলে তিনি যৌথভাবে কাজ করবেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে।
এই কোচিং স্টাফে রয়েছেন ফিল্ডিং কোচ জন্টি রোডস। রয়েছেন অ্যাডাম ভোগস এবং ল্যান্স ক্লুজনার। অন্যদিকে এই মাসের শেষেই ২০২৫ সালের আইপিএলের নিলামের আগে রিটেন পলিসি বিসিসিআই ঘোষণা করবে বলেই খবর। যা খবর তাতে করে প্রতিটি দল ছয়জন করে ক্রিকেটারে হয়ত রিটেন করতে পারবে। যার মধ্যে থাকবে রাইট টু ম্যাচ অপশনও।