আসন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দলগঠনের জন্য মোট ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। নাইটরা সর্বাধিক ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংকে রিটেন করেছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের ১২ কোটি টাকা করে দিয়ে দলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
গত বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে ৫৭ কোটি। সেই অনুযায়ী ১২০ থেকে ৫৭ কোটি টাকা গেলে আর ৬৩ কোটি টাকা অবশিষ্ট থাকার কথা। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায় কেকেআরের কাছে আর ৫১ কোটি টাকাই রয়েছে।
আরও পড়ুন… BGT 2024-24: পৃথ্বী শ'কে মনে আছে- কনস্টাসকে নিয়ে অজি নির্বাচকদের সতর্ক করলেন ক্লার্কের কোচ
দুই আইয়ারকেই ছেড়ে দিয়েছে কেকেআর-
এবারের আইপিএল রিটেনশনে গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। তবে শুধু শ্রেয়স আইয়ার নয়, আরও এক আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। বেঙ্কটেশ আইয়ারকেও ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। এবার দলে রিটেন না করা নিয়ে মুখ খুলেছেন বেঙ্কটেশ আইয়ার।
বেঙ্কটেশ আইয়ারের ইচ্ছা-
নিজে দলে সুযোগ না পেলেও কেকেআর ফ্র্যাঞ্চাইজি যে সব থেকে ভালো রিটেন করেছে সেটা মেনে নিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। তাঁর মতে অনেক গুলো দিক কভার করা হয়েছে। এছাড়াও আসন্ন আইপিএল-এ কেকেআর এই খেলতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন বেঙ্কটেশ আইয়ার। তিনি জানিয়েছেন আসন্ন আইপিএল নিলামে তিনি আগ্রহে বসে থাকবেন যাতে তাঁকে কেকেআর নেয়। তিনি এই মুহূর্তের ভিডিয়ো করে রাখতে চান।
আরও পড়ুন… FIFA World Cup 2026-এ লিওনেল মেসি কি আর্জেন্তিনার জার্সি গায়ে মাঠে খেলতে নামবেন? উত্তর দিলেন LM10
বেঙ্কটেশ আইয়ার মতে ভালো রিটেন করেছে কেকেআর-
বেঙ্কটেশ আইয়ার বলেন, ‘ক্রিকেট বিশ্লেষণকারী হিসেবে আমি মনে করি ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে কেকেআর খুব ভালো সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে। তারা সহজেই মাঠে ১৪-১৬ ওভার কভার করেছে এবং ব্যাট দিয়ে তারা প্রায় পাঁচটি পজিশন কভার করেছে। আমি মনে করি ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে তাঁরা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, তবে আমি যদি সেই তালিকায় থাকতে পারতাম তাহলে বেশ ভালো লাগত।’
আরও পড়ুন… সরফরাজ খানের ক্ষতি করে দিচ্ছেন রোহিত শর্মা-গৌতম গম্ভীর! কেন এমন মনে করেন সঞ্জয় মঞ্জরেকর?
বেঙ্কটেশ আইয়ারের ইচ্ছা নিলামে যেন কেকেআর তাঁকে দলে নেয়-
বেঙ্কটেশ আইয়ার আরও বলেন, ‘আমার ভালো লাগার অন্যতম কারণ হল, আমার প্রথম নিলামে আমার জন্য কেকেআর যে বিডিং করেছিল তাঁর কোনও ভিডিয়ো নেই। এই নিলামের সময় আমি উত্তেজিত বাচ্চার মতো বসে থাকব, আমি দেখতে চাই যে কেকেআর আমার জন্য বিড করে কিনা। যদি তারা আমার জন্য বিড করে তাহলে আমার জন্য এটি খুব বড় বিষয় হবে।’