২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। একপেশে ম্যাচে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্সের দল। লিগের গ্রুপ স্টেজ যেখানে শেষ করেছিলেন সুনীল নারিন, শ্রেয়স আইয়াররা, প্লে অফে সেখান থেকেই শুরু করে কেকেআর। কোয়ালিফায়ার এবং ফাইনালে নিজের ছাপ রেখে যান অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। তাঁকে নিয়ে শুরুর দিকে অনেক কথা হলেও নিজের ক্লাস প্রমাণ করে দেন স্টার্ক। নারিন, বরুণ চক্রবর্তী থেকে বেঙ্কটেশ আইয়ার, প্লে অফে দলকে সমৃদ্ধ করেন। ব্যাট হাতে নারিন প্লে অফে নজর কাড়তে না পারলেও বল হাতে তিনি ছিলেন দুরন্ত। আইপিএলের শেষের পাঁচদিন পরেও নাইটদের শুভেচ্ছা বার্তা আসছেই। এবার আইপিএলের দলগুলোকে ধন্যবাদ জানাল কেকেআর। এরই মধ্যে এবার সময় টি২০ বিশ্বকাপে দেশের জন্য গলা ফাটানো , তাই সকলকে এক হওয়ার বার্তা দিয়ে আমি ইন্ডিয়া স্লোগানও নিয়ে এল কেকেআর।
আরও পড়ুন-নরওয়েতেই মধুর প্রতিশোধ, ক্লাসিকাল দাবায় কার্লসেনকে হারালেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। সেই পোস্টেই সব দলগুলোকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছে কেকেআর। একঝলকে বাকি দলগুলোর বার্তা-
মুম্বই ইন্ডিয়ান্স- চ্যাম্পিয়ন ৩…অসাধারণ মরশুমের জন্য শুভেচ্ছা
চেন্নাই সুপার কিংস- আরও একটা আনবুদেন ক্লাসিক….শুভেচ্ছা কেকেআর
লখনউ সুপার জায়ান্টস- অভুতপূর্ব মরশুম…যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন
সানরাইজার্স হায়দরাবাদ- ধারাবাহিকভাবে ভালো খেলে তৃতীয় ট্রফির জন্য কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা
পঞ্জাব কিংস- চিপকে অপরাজিত ২-০…তৃতীয় আইপিএল ট্রফি জয়ের জন্য কেকেআরকে শুভেচ্ছা
আরও পড়ুন-অলিম্পিক্সে ভারতের পতাকা বহনের দায়িত্ব নিয়ে বিতর্ক...অবশেষে মুখ খুললেন শরৎ কমল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- আইপিএলের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলেছে, ফাইনালের রাতেও অসাধারণ পারফরমেন্স করেছে…তৃতীয় আইপিএল জয়ের জন্য অনেক শুভেচ্ছা
দিল্লি ক্যাপিটালস- তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা
গুজরাট টাইটানস- নাইটদের সেলিব্রেশন দীর্ঘদিন জারি থাকুক… আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা
আরও পড়ুন-আদালতে টিকল না মারাদোনার পরিবারের যুক্তি... আগামী সপ্তাহেই নিলামে বিশ্বকাপের গোল্ডেন বল
কলকাতা বরাবরই সব দলের কাছে প্রিয় পাত্র, কারণ কখনও ঝামেলায় জড়াতে দেখা যায় না তাঁদের ক্রিকেটারদের। হর্ষিত রানার সেলিব্রেশন বা ওয়াংখেড়েতে শাহরুখের ক্ষোভের পরেও তাই নাইটদের সম্মান করে নাইটরা। বিশেষ করে কর্ণধার শাহরুখ খান যেভাবে প্রতিপক্ষ ক্রিকেটারদের পারফরমেন্সকেও সাধুবাদ জানান তা মন জিততে বাধ্য সকলের। ইডেনে এসে জস বাটলার শতরান করে ম্যাচ জেতানোর পরেও তাঁকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়েছিলেন বাদশাহ। ঋষভ পন্তকেও চোট সারিয়ে ফেরার পর শুভেচ্ছা জানিয়ে জড়িয়ে ধরেছিলেন, পন্তের দুর্ঘটনার দিন নিজের চিন্তার কথাও জানিয়েছিলেন শাহরুখ। সেই কারণে তো বটেই সেই সঙ্গে গোটা আইপিএল জুড়ে দাপটের সঙ্গে খেলার জন্যই, নাইটদের শুভেচ্ছা জানাল সব দলই। পাল্টা কেকেআরও সকলকে এক হওয়ার বার্তা দিয়ে টি২০ বিশ্বকাপে ভারতকে চিয়ার আপ করতে , ‘আমি ইন্ডিয়া’ স্লোগান লঞ্চ করল ।