মাত্র ১৫৭ বলে অপরাজিত ৩৪৬ রান- সেই অবিশ্বাস্য ইনিংসের সুবাদে ইতিহাস গড়লেন ইরা যাদব। রবিবার বেঙ্গালুুরুর আলুরে মহিলাদের অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে সেই অভাবনীয় ইনিংসের সুবাদে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ত্রিশতরানের নজির গড়লেন ১৪ বছরের মেয়ে। শুধু তাই নয়, পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজিত নির্ধারিত ওভারের কোনও প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে ত্রিশতরান হাঁকিয়েছেন।
৫৬৩ রান তোলে মুম্বই, গড়েছে ইতিহাস
আর সেই ঐতিহাসিক ইনিংসের সুবাদে ইরার দল মুম্বই নির্ধারিত ৫০ ওভারে (৩০০ বল) তিন উইকেটে ৫৬৩ রান তোলে। সেটাও একটা রেকর্ড। যে কোনও পর্যায়ের ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান তুলেছে মুম্বই। আর বিসিসিআই আয়োজিত পুরুষ এবং মহিলা মিলিয়ে যে কোনও প্রতিযোগিতায় সর্বাধিক রান তোলার নজির গড়েছে ইরার দল। আর মহিলাদের অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট ট্রফিতে প্রথমবার ৫০০-র বেশি রান করার নজির গড়েছে মুম্বই। যে দল মেঘালয়কে মাত্র ১৯ রানে অল-আউট করে দিয়ে ৫৪৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে।
অথচ মাসখানেক আগে উইমেন্স প্রিমিয়র লিগে (WPL) কোনও দল পাননি ইরা। মিনি নিলামে তাঁর নামও ছিল। তবে কোনও দল ১৪ বছরের মেয়েকে নিতে আগ্রহ দেখায়নি। যিনি মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের রিজার্ভেও আছেন। আগামিদিনে তাঁকে ভারতীয় সিনিয়র দলের জার্সিতেও দেখা যাবে আশাবাদী মুম্বইয়ের ক্রিকেট মহল।
আরও পড়ুন: WODI-এ নতুন ইতিহাস গড়ল স্মৃতির ভারত! জেমিমার প্রথম শতরান, ভারত তুলল ৩৭০/৫ রান
৪২টি চার ও ১৬টি ছক্কা মারেন ইরা
সেই দিনটার জন্য হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হবে ইরাকে। কিন্তু রবিবার আলুরে তাঁর প্রতিভার যে বিচ্ছুরণ হল, তা ভারতের মহিলা ক্রিকেটপ্রেমীদের মনে আশা জোগাতে পারে। ওপেন করতে নেমে অপরাজিত ৩৪৬ রান করেন। মারেন ৪২টি চার। হাঁকান ১৬টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২২০.৩৮। তাছাড়া ৭৯ বলে ১১৬ রান করেন মুম্বইয়ের অধিনায়ক হারলে গালা। ইরা এবং গালার জুটিতে দ্বিতীয় উইকেটে ২৭৪ রান ওঠে। আর ৫৬৩ রান তোলে মুম্বই।
২৫.৪ ওভারে ১৯ রান তোলে মেঘালয়
তারপর মেঘালয়কে ১৯ রানে অল-আউট দেয় মুম্বই। খাতায়কলমে অবশ্য মেঘালয় ২৫.৪ ওভার ব্যাট করে। কিন্তু মুম্বইয়ের বোলারদের সামনে রানই তুলতে পারেননি মেঘালয়ের ক্রিকেটাররা। সর্বোচ্চ ৫৩টি বল খেলেন ওপেনার দাওয়ানশিসা। তবে মাত্র দু'রান করেন। সর্বোচ্চ তিন রান করেন এল সুচিয়াং। ছয় ব্যাটার শূন্য রানেই ড্রেসিংরুমে ফিরে যান।