ইরানি কাপ ২০২৪-এ মুম্বইয়ের মুখোমুখি হয়েছে অবশিষ্ট ভারতীয় দল। লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইরানি ট্রফির এই ম্যাচ। ম্যাচের প্রথম দিনে খারাপ আলোর কারণে দিনের খেলাটি মাত্র ৬৮ ওভার হওয়াই সম্ভব হয়েছিল। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১৯৭ বলে ৮৬ রান করার পর প্রথম দিনে অপরাজিত থাকেন তিনি। এদিন রাহানের ইনিংসটি ছিল ৬টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো। এমন ইনিংস খেলে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের চাপ বাড়িয়ে দিয়েছেন অজিঙ্কা রাহানে। টিম ইন্ডিয়ায় নিজের জায়গার জন্য ব্যাট হাতে দাবি তুলেছেন মুম্বইয়ের অধিনায়ক।
আরও পড়ুন… IND vs BAN: আকাশ দীপের পারফরমেন্সে মুগ্ধ রোহিত শর্মা! বুমরাহর গলাতেও বাংলার পেসারের প্রশংসা
দলকে সমস্যা থেকে টেনে তুলে আনেন অজিঙ্কা রাহানে
প্রথমে ব্যাট করতে নেমে মুম্বইয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র ৩৭ রানে তিন উইকেট তুলে দিয়েছে অবশিষ্ট ভারতীয় দল। এমন সময়ে রাহানে ও শ্রেয়স আইয়ার জুটি স্কোর বোর্ডে ১০২ রান যুক্ত করে। ৫৭ রান করে যশ দয়ালের বলে আউট হন শ্রেয়স আইয়ার। তার আউটের পর ইনিংস এগিয়ে নিয়ে যান সরফরাজ খান ও অজিঙ্কা রাহানে। দুজনেই এখন পর্যন্ত ৯৮ রানের জুটি গড়েছেন। দিনের খেলা শেষে অজিঙ্কা রাহানে ৮৬ ও সরফরাজ ৫৪ রান করে ক্রিজে রয়েছেন। তবে এদিন অবশিষ্ট ভারতের হয়ে মুকেশ কুমার তিনটি ও যশ দয়াল একটি উইকেট শিকার করেন। এদিকে পৃথ্বী শ সাত বলে চার রান, আয়ূষ মহত্রে ৩৫ বলে ১৯ রান, হার্দিক তামোরে তিন বলে শূন্য রান ও শ্রেয়স আইয়ার ৮৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তবে এদিন সকলের নজর কাড়েন মুম্বই দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে।
আরও পড়ুন… Bengal Cricketer Death: অধরা থেকে গেল রঞ্জি খেলার স্বপ্ন, অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার
কাউন্টি ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন অজিঙ্কা রাহানে-
বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে আছেন অজিঙ্কা রাহানে। ওয়ানডে কাপে লেস্টারশায়ারের হয়ে ১০ ইনিংসে তিনি ৩৭৮ রান করেছিলেন। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ২০২ রান করেছিলেন তিনি। এই সময়ে তিনি সেঞ্চুরিও করেছিলেন। এরপরে ইরানি ট্রফিতে এমন পারফরমেন্স, ফলে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন তাহলে কি আবার ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবেন রাহানে?
আরও পড়ুন… IND vs BAN: শাকিবের শেষ টেস্ট ম্যাচ? সেই কারণেই কি বাংলাদেশের অলরাউন্ডারকে বিশেষ উপহার দিলেন কোহলি?
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নিজের দাবি উপস্থাপন করেছেন রাহানে-
১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে ভারতকে। টিম ইন্ডিয়া আপাতত ৫ নম্বর ব্যাটসম্যানকে খুঁজছে। এমন অবস্থায় নির্বাচকরা অজিঙ্কা রাহানের অভিজ্ঞতা ও ফর্ম বিবেচনা করে তাঁকে আরও একবার সুযোগ দিতেই পারেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় অজিঙ্কা রাহানের রেকর্ডের দিকে তাকালে তাকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা আপনাকে বলি যে অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়ার হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচটি ২০২৩ সালের জুলাই মাসে খেলেছিলেন।