রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শূন্য রানে আউট হলেও দুর্দান্ত একটি বিশ্বরেকর্ড গড়েন বাবর আজম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দুরন্ত জয়ের পরেই ক্যাপ্টেন হিসেবে অভিজাত তালিকায় সবার উপরে উঠে আসেন বাবর। পাক দলনায়ক এক্ষেত্রে ভেঙে দেন উগান্ডার ব্রায়ান মাসাবার নজির।
আসলে রবিবার ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েন বাবর। তাঁর নেতৃত্বে পাকিস্তান এই নিয়ে মোট ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেয়। এতদিন ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড ছিল মাসাবার নামে। ব্রায়ানের নেতৃত্বে উগান্ডা মোট ৪৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় পেয়েছে।
বাবর আজম এই নিয়ে পাকিস্তানকে নেতৃত্ব দেন মোট ৭৮টি টি-২০ ম্যাচে। সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ড আগেই নিজের দখলে নিয়েছেন বাবর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করতে নেমে বাবর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের রেকর্ড ভেঙে দেন। সেটি ছিল ক্যাপ্টেন হিসেবে বাবরের ৭৭তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া মোট ৭৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছে। ব্রায়ান মাসাবা উগান্ডাকে ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন দলনায়ক ইয়ন মর্গ্যান ও আফগানিস্তানের আসগর আফগান। মর্গ্যানের নেতৃত্বে ইংল্যান্ড মোট ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে জয় তুলে নিয়েছে। আসগরের নেতৃত্বে আফগানিস্তান জিতেছে ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।
ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়:-
১. বাবর আজম (পাকিস্তান)- ৭৮টি ম্যাচে ৪৫টি জয়।
২. ব্রায়ান মাসাবা (উগান্ডা)- ৫৬টি ম্যাচে ৪৪টি জয়।
৩. ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)- ৭২টি ম্যাচে ৪২টি জয়।
৪. আসগর আফগান (আফগানিস্তান)- ৫২টি ম্যাচে ৪২টি জয়।
৫. মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ৭২টি ম্যাচে ৪১টি জয়।
৬. রোহিত শর্মা (ভারত)- ৫৪টি ম্যাচে ৪১টি জয়।
৭. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৬টি ম্যাচে ৪০টি জয়।
৮. আহমেদ ফৈজ (মালয়েশিয়া)- ৬৭টি ম্যাচে ৩৯টি জয়।
৯. জেরার্ড এরাসমাস (নমিবিয়া)- ৫৬টি ম্যাচে ৩৮টি জয়।
১০. কেন উইলিয়ামসন (নিউজিল্য়ান্ড)- ৭১টি ম্যাচে ৩৭টি জয়।
সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি:-
১. বাবর আজম (পাকিস্তান)- ৭৮টি ম্যাচ।
২. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৬টি ম্যাচ।
৩. মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ৭২টি ম্যাচ।
৪. ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)- ৭২টি ম্যাচ।
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্য়ান্ড)- ৭১টি ম্যাচ।