পার্থে প্রথম টেস্টে পিচের চরিত্র বদল, যা দেখে রসিকতা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। প্রথম দিন অপটাস স্টেডিয়ামে দাপট দেখিয়েছিল বোলাররা, একদিনে উইকেট পড়েছিল ১৭টি। সেখানে দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক সহজ হয়ে উঠেছিল খেলা। মাত্র ৩ উইকেট পড়েছিল সারাদিনে। প্রথম দিনে যেই উইকেটে ভারতের ব্যাটসম্যানরা হোঁচট খেয়েছিল সেখানেই সাবলীল ভাবে ব্যাট করে গেলেন দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল। দিনের শেষে অপরাজিত ছিলেন দু’জনই।
আর পিচের এই চরিত্র বদলের বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মজা করেছেন ইরফান পাঠান। তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘যত তাড়াতাড়ি এই পিচ বদলেছে, এতো তাড়াতাড়ি তো আমার বউয়েরও মেজাজ পরিবর্তন হয় না।’ পার্থের পিচের যে পরিবর্তন ঘটেছে তা ছবিতেই বোঝা যাচ্ছিল। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে উইকেটে ঘাসের পরিমান অনেকটাই কমে গিয়েছিল। এই কারণে ব্যাটে বলে ভালো সম্পর্ক করতে পারছিল ব্যাটসম্যানরা।
দ্বিতীয় দিনের শেষে পার্থে অ্যাডভান্টেজ পজিশনে ভারত:
প্রথম দিন ভারত ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর দুর্দান্ত লড়াই দিয়েছিল জসপ্রীত-সিরাজরা। তাঁদের দাপটে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় অজিরা। কেউ হয়তো ভাবতেও পারেনি এতো কম রানে এরকম লড়াই দেওয়া সম্ভব। বল হাতে ৫ উইকেট নেন এই টেস্টের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এছাড়াও ৩টি উইকেট নেন হর্ষিত রানা এবং ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে শুরুটা ভালো করেন দুই ওপেনার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও এবার নিজের জাত চেনান যশস্বী। দ্বিতীয় দিনের শেষে রাহুল এবং যশস্বী জুটিতে ১৭২ রান তোলেন। ব্যক্তিগত ৯০ রানে অপরাজিত ছিলেন যশস্বী। অন্যদিকে ৬২ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল।
দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ২১৮ রানের। এরপর রবিবার তৃতীয় দিনের খেলা শুরু হলে নিজের শতরান সম্পন্ন করেন যশস্বী। তবে ৭৭ রানে আউট হয়ে যান কেএল রাহুল। নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পর ভারতের কাছে অস্ট্রেলিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিউয়িদের কাছে ঘরের মাঠে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। বর্তমানে অস্ট্রেলিয়া WTC-এর পয়েন্ট টেবিলে ১ নম্বরে আছে। অন্যদিকে ২ নম্বরে রয়েছে ভারত। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও। ফলে নিজেদের জায়গা পাকা করতে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে টেস্ট সিরিজ জিততেই হবে।