বিশ্বজুড়ে লিগ ক্রিকেটে ফাউল-প্লে সম্পর্কে চমকপ্রদ দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান বাসিত আলি। তিনি বলেছেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে জরুরিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্রিকেটের জন্য এটা খুবই দরকার। জিম্বাবোয়ে আফ্রো টি টেন লিগ, যা গত মাসে শেষ হয়েছে। এই লিগটি সন্দেহজনক কার্যকলাপের জন্য আইসিসির তদন্তের অধীনে রয়েছে। যার মধ্যে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক ওয়াইড এবং নো-বল রয়েছে। বিশেষ করে ডারবান উলভস এবং হারারে বোল্টের মধ্যে একটি ম্যাচের সময় যা ঘটেছে তা নিয়ে অনেকেইে প্রশ্ন তুলছেন।
প্রশ্ন তুললেন বাসিত আলি-
এই বিষয়ে এবার মুখ খুলেছেন বাসিত আলি। তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে চ্যাম্পিয়ন্স ট্রফির অচলাবস্থা সম্পর্কে কথা বলার সময় এই বিষয়টি তুলে ধরেছেন। এই বিষয়টি নিয়ে তিনি বেশ বিরক্ত হয়েছিলেন। জিম্বাবোয়ে এবং আবু ধাবিতে টি 10 লিগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
আইসিসি কি দেখতে পাচ্ছে না?
বাসিত আলি বলেছেন, ‘আইসিসির দুর্নীতি দমন ইউনিট কি জিম্বাবোয়ে এবং আবুধাবিতে কী ঘটছে সেটা দেখতে পাচ্ছে না?’ তিনি আরও বলেছেন, ‘কেউ কি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারে না যে জিম্বাবোয়ের টি 10 লিগে কী ঘটেছে? সেটা কি তদন্তাধীন নয়? আবুধাবিতে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিশাল নো-বল বোলিং করা হচ্ছে। এমনকি (ডেভিড) ওয়ার্নারও এটি সম্পর্কে টুইট করেছেন।’
দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন… NZ vs ENG 1st Test Day 3: ঝুড়ি ঝুড়ি ক্যাচ ছাড়ল কিউয়িরা, ওকস, ব্রুকের দাপটে জয়ের দুয়ারে ইংল্যান্ড
কী লিখলেন ডেভিড ওয়ার্নার-
ডেভিড ওয়ার্নার একটি বোলারের নো-বল করার একটি ছবি টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বোলারের পা পপিং ক্রিজের থেকে কমপক্ষে ১২ ইঞ্চি এগিয়ে রয়েছে। এই ছবি পোস্ট করে ডেভিড ওয়ার্নার লিখেছেন ‘@AbudhabiT10 লিগ এটা কি ফ্রি হিট ছিল?’ পোস্টে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ওয়ার্নার।
দুর্নীতি দমন ইউনিট কি অন্ধ-
বাসিত চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে আইসিসির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি টি 10 লিগে কথিত দুর্নীতির দিকে সকলের মনোনিবেশ করিয়ে ছিলেন। বাসিত আলি আরও বলেন, ‘দুর্নীতি দমন ইউনিট কি অন্ধ? তারা কি এটা দেখতে পাচ্ছে না? প্রকাশ করুন কে কী করছে এবং কারা এই লিগের অনুমতি দেয়। আইসিসির কাছে এটা বলার কেউ নেই। আমি দুঃখিত। ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন… কিছু তো একটা হয়েছে: BOA নির্বাচনে হার, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কী বললেন বাসিত আলি-
এদিকে, আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্ত পেরিয়ে ভ্রমণ করে টুর্নামেন্ট খেলতে অস্বীকার করছে ভারত। আইসিসি-এর মাঝেই পাকিস্তানকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার জন্য চাপ দিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে অস্বীকার করছে। এই বিষয় নিয়েও মুখ খুলেছেন বাসিত আলি। তাঁর মতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির উপর বিসিসিআই ডাকাতি করছে।