আইপিএল ২০২৫-এর মেগা নিলামে দলবদলের পরেই ব্যাট হাতে ঝড় তুললেন ইশান কিষান। বুঝিয়ে দিলেন, সানরাইজার্স হয়াদরাবাদে ট্র্যাভিস হেড, এনরিখ ক্লাসেনদের সঙ্গে টক্কর দিকে প্রস্তুত তিনি। শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি করেন ইশান।
শুক্রবার ওয়াংখেড়েতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সি-গ্রুপের ম্যাচে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামে ঝড়খণ্ড। নিতান্ত দুর্বল দলের বিরুদ্ধে যেমন দাপুটে ক্রিকেট উপহার দেওয়া উচিত, ঝাড়খণ্ড ঠিক তেমনই আগ্রাসী ক্রিকেটের নমুনা পেশ করে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অরুণাচলপ্রদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৩ রানে অল-আউট হয়ে যায়। তেচি দরিয়া ১৩, দীপক ১২, মোহিত ১২, তানা তেতি ১২ ও অক্ষয় জৈন ১৪ রান করেন।
দাপুটে বোলিং অনুকূল রায়ের
ঝাড়খণ্ডের হয়ে দুর্দান্ত বল করলেন কেকেআর তারকা অনুকূল রায়। তিনি ৪ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৪ ওভারে ১২ রান খরচ করে ৩টি উইকেট নেন রবিকুমার যাদব। ইশান ১ ওভার বল করে ২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ইশান কিষানের
জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড মাত্র ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২০ ওভারের ম্যাচে মাত্র ২৭ বলেই জিতে নেয় তারা। ইশান কিষান ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ২৩ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারকাটারি ইনিংসে ইশান ৫টি চার ও ৯টি ছক্কা মারেন।
৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন উৎকর্ষ সিং। তিনি ২টি চার মারেন। ৯৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে ঝাড়খণ্ড। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির চার ম্যাচে ঝাড়খণ্ডের এটি তৃতীয় জয়।
ইশানকে মোটা টাকার বিনিময়ে দলে নেয় হায়দরাবাদ
উল্লেখ্য, ইশান কিষানকে এবছর আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। তারা রিটেন করে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে। পরে নিলামের আসরে ইশানের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতেও দেখা যায়নি মুম্বইকে। যদিও মুম্বইয়ের হাতে খুব বেশি টাকা ছিল না বলে ইশানের মায়া ত্যাগ করা ছাড়া উপায় ছিল না তাদের। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদ ১১ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় ইশানকে।