বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। দলীপ ট্রফিতে মাঠে নেমেই মারকাটারি সেঞ্চুরি করে ঋষভ পন্তকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন ইশান কিষান। যদিও ইশান এক্ষেত্রে ব্যাট হাতে জাতীয় নির্বাচকদেরও উপেক্ষার জোরলো জবাব দিলেন বলা যায়।
পারফর্ম্যান্স বা ধারাবাহিকতা নিয়ে তেমন বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয়নি ইশান কিষানক। তবে বেশ কিছুদিন ধরেই জাতীয় নির্বাচকরা বারবার মুখ ফিরিয়ে থেকেছেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপারের দিক থেকে। ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করায় ইশানকে নিয়ে বিসিসিআইও অখুশি ছিল।
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বোর্ডের নির্দেশ মেনে কিনা বলা মুশকিল, তবে ইশান কিষান ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন এবছর। বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের একটি ম্যাচে ধুমধাড়াক্কা সেঞ্চুরি করে ইশান বুঝিয়ে দিয়েছেন যে, ঘরোয়া মরশুমে ঝড় তুলতে প্রস্তুত তিনি। যদিও বুচি বাবুতে চোট পেয়ে বসায় দলীপ ট্রফির প্রথম রাউন্ডে মাঠে নামা হয়নি তাঁর। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই দাপুটে শতরান করলেন ইশান।
বিসিসিআইয়ের নতুন ঘরোয়া মরশুমে এটিই ইশানের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে নির্ভরতা দেন রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া-সি দলকে। বৃহস্পতিবার অনন্তপুরে ইন্ডিয়া-বি দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ইশান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম দিনের চায়ের বিরতির পরে ইশান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মাত্র ১২০ বলে। সাহায্য নেন ১৪টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১২৬ বলে ১১১ রান করে আউট হন ইশান। মারেন ১৪টি চার ও ৩টি ছক্কা।
দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে টস জেতেন ইন্ডিয়া-বি দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন। তিনি টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠান ইন্ডিয়া-সি দলকে। প্রথম দিনের চায়ের বিরতিতে ইন্ডিয়া-সি দল তাদের প্রথম ইনিংসে ৫৫ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ২৩৯ রান সংগ্রহ করে। ইশান আউট হওয়ার সময়ে ইন্ডিয়া-সি দলের স্কোর ছিল ৩ উইকেটে ২৮৬ রান।
বাবা ইন্দ্রজিৎ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে। ইন্দ্রজিৎ গত ম্যাচের প্রথম ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছিলেন। ক্যাপ্টেন রুতুরাজ ২ বলে ৪ রান করে অবসৃত হন। ৭৫ বলে ৪৩ রান করে আউট হন সাই সুদর্শন। তিনি ৮টি চার মারেন। ৬৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন রজত পতিদার। তিনি ৮টি চার মারেন। তখনও পর্যন্ত ইন্ডিয়া-বি দলের হয়ে ২টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ১টি উইকেট নিয়েছেন নভদীপ সাইনি।
জাতীয় নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের স্কোয়াড গড়ে নিয়েছেন। সেই দলে দুই উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল। তবে ইশান দলীপে মাঠে নেমেই যে রকম চমকপ্রদ ব্যাটিং করেন, তাতে ভারতের পরবর্তী টেস্ট অভিযানের জন্য ইশানের নাম নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে জাতীয় নির্বাচকদের।