ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ আসন্ন বুচি বাবু ট্রফিতে ঝাড়খণ্ডের অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন। তামিলনাড়ুতে ১৫ অগস্ট থেকে শুরু হবে এই দীর্ঘ-ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। ইএসপিএন ক্রিকইনফো (Espncricinfo) এমনটাই দাবি করেছে। প্রাথমিক ভাবে ঝাড়খণ্ডের দলের প্রস্তুতিতে না থাকলেও, বুধবার চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন ইশান কিষাণ।
ভারতীয় টেস্ট স্কোয়াডে বিবেচিত হওয়ার আগে, এই টুর্নামেন্টে ২৬ বছর বয়সীর অংশগ্রহণকে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুসারে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকতে পারেন ইশান। যে কারণে তার আগে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ফর্ম্যাটে প্রত্যাবর্তন করতে চলেছেন উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশানকে দলে ফেরাতে পারে BCCI, রয়েছে সুবর্ণ সুযোগ
ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেএসসিএ) কাছে তিনি অনুরোধ করেন, তার পরেই বুচি বাবু ট্রফিতে কিষাণের নাম অন্তর্ভুক্ত করা হয়। জেএসসিএর একজন কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘ইশানের ক্ষেত্রে ওর দলে ফেরাটা কখনও-ই ওর সামর্থ্যের বিষয় ছিল না। ও ফিরে আসতে প্রস্তুত কিনা, সেটাই আসল ছিল। সিদ্ধান্তটি ওর উপরেই ছিল। যখন ওকে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, তখন ও কিছু বলেনি বলেই করা হয়নি। যে মুহুর্তে ও ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিল, তখনই ওকে দলে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: বারবার শেষ ধাপে গিয়ে ব্যর্থতা, T20 World Cup-এর আগে হরমনদের জন্য মনোবিজ্ঞানীর ব্যবস্থা করল বোর্ড
শ্রেয়স আইয়ারের পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিলেন ইশান কিষাণকেও। যা ইশানের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। এমন কী টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ভারতীয় স্কোয়াডে তাঁর নাম রাখা হয়নি। পুরুষ দলের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের প্রথম সংবাদিক সম্মেলনে ইশানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও কোনও উচ্চবাচ্য করা হয়নি। আসলে গত বছর ঘরোয়া মরশুম উপেক্ষা করেছিলেন ইশান। রঞ্জি ট্রফিতেও অংশ নেননি। যে কারণে তাঁর উপর চটেছিল বোর্ড। এখন ঘরোয়া ক্রিকেটের হাত ধরেই আন্তর্জাতিক পর্যায়ে ফিরতে মরিয়া ইশান।
আরও পড়ুন: রশিদ খানকে পরপর পাঁচটি ছক্কা হাঁকালেন পোলার্ড, উইন্ডিজ তারকার দাপটে জিতল দল- ভিডিয়ো
যখন নির্বাচকেরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বাছাই করতে বসবেন, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘরোয়া টুর্নামেন্টই। বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু হবে। শোনা যাচ্ছে যে, নির্বাচকেরা চান, ইশান যদি ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চান, তবে তাঁর লাল-বলের ক্যারিয়ার আবার শুরু করতে হবে। এর আগে শ্রেয়স আইয়ার, যিনি একই কারণে ইশানের মতো চুক্তি থেকে বঞ্চিত হয়েছিলেন, এই মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের সময় ভারতীয় দলে ফিরেছেন। এবার ইশানের জাতীয় দলে ফেরার অপেক্ষা।