প্রাথমিক বিপর্যয় সামলে সাই সুদর্শন ও দেবদূত পাডিক্কাল যে মঞ্চটা গড়ে দিয়ে যান, সেটা যথাযথ ব্যবহার করতে পারেননি ইশান কিষান, নীতীশ রেড্ডিরা। না হলে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকত ভারতীয়-এ দল।
ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে ১৯৫ রান তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে পিছিয়ে থাকে ভারতীয়-এ দল। তবে প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে কড়া প্রতিরোধ গড়ে তোলে অজি বোলারদের সামনে।
দ্বিতীয় দিনের শেষে ভারতীয়-এ দল তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলেছিল। সাই সুদর্শন ৯৬ ও দেবদূত পাডিক্কাল ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে সাই সুদর্শন ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তবে নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে আসেন পাডিক্কাল।
সুদর্শন ২০০ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৯টি চার মারেন। ১৯৯ বলে ৮৮ রান করে আউট হয়ে বসেন পাডিক্কাল। তিনি ৬টি চার মারেন। ভারত ২২৯ রানে ৪ উইকেট হারায়। ঠিক তার পরেই ভারতীয় ইনিংসে ধস নামে বলা যায়। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩১২ রানে।
ইশান কিষান ৫৮ বলে ৩২ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৬ বলে ১৭ রান করেন নীতীশ রেড্ডি। তিনি ২টি চার মারেন। ২৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন নভদীপ সাইনি। তিনি ৩টি চার মারেন। বাবা ইন্দ্রজিৎ ৬ ও মানব সুতার ৬ রান করেন। খাতা খুলতে পারেননি প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমার।
অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন ফার্গাস ও'নেইল। ৩টি উইকেট নেন টড মার্ফি। ১টি করে উইকেট নেন ব্রেন্ডন ডগেট ও বিউ ওয়েবস্টার।
প্রথম ইনিংসের ৮৮ রানের লিড বাদ দিয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়া-এ দলের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২৫ রানের। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া-এ দল তাদের শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করেছে। অর্থাৎ, জিততে শেষ দিনে অজিদের দরকার আরও ৮৬ রান। জিততে হলে ভারতকে তুলে নিতে হবে ৭টি উইকেট।
স্যাম কনস্টাস ১৬, মার্কাস হ্যারিস ৩৬ ও ক্যামেরন ব্যানক্রফট ১৬ রানে আউট হয়েছেন। ৪৭ রানে অপরাজিত রয়েছেন ন্যাথন ম্যাকসুইনি। ১৯ রানে নট-আউট থাকেন বিউ ওয়েবস্টার। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণা ও মানব সুতার।