অবশেষে জট কাটতে চলেছে। ভারতীয় দলে ফেরার পথ প্রশস্ত হচ্ছে ইশান কিষানের জন্য। তবে সরাসরি নয়, বোর্ডের নিয়ম মতো ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই তারকা ওপেনারের। জাতীয় দলের জার্সিতে রয়েছে দ্বিশতরান। খেলে ছিলেন গতবার ওডিআই বিশ্বকাপেও। কিন্তু এরপর গত বছরের শেষেই নিজেকে ভারতীয় দলের সিরিজ থেকে সরিয়ে নিয়েছিলেন ইশান। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য বারবার নির্বাচকদের নির্দেশ অমান্য করায় ফল ভুগেছেন। বাদ পড়েছেন টি২০ বিশ্বকাপ থেকে। এখনও পর্যন্ত ভারতীয় দলে ডাক পাননি বিতর্কের পর। অবশেষে সুর নরম করছেন ইশান, আর তাতেই জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা বাড়ছে।
আরও পড়ুন-অলিম্পিক্সের অষ্টম দিন ভালো গেল না ভারতের! হাতছাড়া হল একাধিক পদক জয়ের সুযোগ…
দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজে না খেলে ছুটি কাটাচ্ছিলেন ইশান কিষান। এরপর বরোদায় পাণ্ডিয়াদের সঙ্গে অনুশীলন করলেও ঝাড়খন্ডের হয়ে খেলেননি রঞ্জিতে। দ্রাবিড় - আগরকরদের নির্দেশ অমান্য করে জেদ দেখিয়েছিলেন, পাল্টা তাঁকে ছাড়া টি২০ বিশ্বকাপ জিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টও বুঝিয়ে দিয়েছে এই দলে তিনি অপরিহার্য অঙ্গ নন। বাদ পড়েছেন দল এবং বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে। এভাবে চলতে থাকলে আইপিএলেও তাঁর পারফরমেন্স গ্রাফ নিম্নমুখী হবে, কেরিয়ারেও তৈরি হবে প্রশ্নচিহ্ন। অবশেষে নির্বাচকদের কথায় রাজি হয়, ঘরোয়া ক্রিকেটই খেলতে চলেছেন ঝাড়খণ্ডের এই বাঁহাতি ওপেনার।
জাতীয় দলের হয়ে দুটি টেস্টের পাশাপাশি ২৭টি ওডিআই এবং ৩২টি টি২০ ম্যাচে খেলেছেন ইশান। তাই নিজের রাজ্য সংস্থার হয়ে খেলতে রাজি হওয়ায় তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথাই চিন্তাভাবনা করছে সেরাজ্যের বোর্ড। দলিপ ট্রফিতে না খেললেও রঞ্জি ট্রফিতেই প্রত্যাবর্তন হয়ে পারে এই প্রতিভাবান ক্রিকেটারের। শ্রীলঙ্কা সিরিজে শ্রেয়স আইয়ার ফিরলেও এখনও দলে ঠাই হয়নি ইশান কিষানের।
নিজের কেরিয়ারের আসল সময় যদি জেদ দেখিয়ে তিনি ঘরোয়া ক্রিকেট না খেলেন, তাহলে তাঁর কেরিয়ারেরই ক্ষতি। আর এই মূহূর্তে ভারতীয় দলের যা ব্যাক আপ, তাতে ওপেনিংয়ের জন্যই শুধু লড়াই চলছে চার পাঁচ জনের। সেখানে বিনা পারফরমেন্সে যে ইশানও দলে সুযোগ পাবেন না তা বুঝিয়েছেন তাঁর সতীর্থ এবং বন্ধুরা। তাতেই অবশেষে বরফ গলেছে, ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নিয়েছেই এই বাঁহাতি ব্যাটার।