প্রায় দুই মাস ধরে ক্রিকেট দুনিয়া থেকে দূরে রয়েছেন ভারতের তরুণ তারকা ক্রিকেটার ইশান কিষান। ভারতের দক্ষিণ আফ্রিকা সফর থেকে হঠাৎ দেশে ফিরে আসেন এই তারকা ব্যাটার। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি জটিল আকার ধারণ করে। কারণ দুবাইয়ে একটি পার্টিতে দেখা যায় এই তরুণ ক্রিকেটারকে। আর তাতেই শুরু হয় বিতর্ক। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে আসার পর তিনি বিশ্রাম না নিয়ে কেন পার্টিতে? শোরগোল পড়ে যায় গোটা ভারতীয় ক্রিকেটে। এই ঘটনার পরই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয় ইশানকে দলে ফিরতে হলে ঘরোয়া মরশুমে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে হবে। তবে ঝাড়খণ্ডের এই ব্যাটারকে নিজের রাজ্যের হয়ে খেলতে দেখা যায়নি। এমন সময় বিশ্বকাপে দল থেকে চোট পেয়ে ছিটকে যাওয়া তারকা হার্দিক পান্ডিয়ার সঙ্গে জিমে দেখা গেল ইশানকে।
ইশান বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে তো ছিলেনই। মিডিয়ার সামনে এমনিতেও তাকে দেখা যাচ্ছিল না। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জিমে ঘাম ঝরাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার সফর থেকে দেশে ফিরে আসার পর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন ইশানকে দলে ফিরতে হলে নিজেকে ফের প্রমাণ করতে হবে।
এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের সঙ্গে যুক্ত প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া মরশুমে লাল বলের ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরতে হবে। এই বিষয়ে ম্যানেজমেন্ট কোনও রকম টালবাহানা সহ্য করবে না বলে শক্তভাবে জানিয়ে দেন বোর্ডের সচিব জয় শাহ। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামের নাম পরিবর্তনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহ জানান কোচ বা অধিনায়ক কোন নির্দিষ্ট ক্রিকেটারকে দলে নিতে চাইলেও সব খেলোয়াড়কে তাদের রাজ্য দলের প্রতিনিধিত্ব করেই ফিরে আসতে হবে। সেই সময় শোনা গিয়েছিল বিসিসিআই ইশানকে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে বলেছে। তবে তাকে নিজের রঞ্জি দল ঝাড়খণ্ডের হয়ে খেলতে দেখা যায়নি। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ইশানকে।
এই তরুণ ঘরোয়া ক্রিকেটারকে যেমন খেলতে দেখা যায়নি তেমনভাবেই জাতীয় দলে তার ফেরা নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাকে দলে রাখেনি নির্বাচকরা। আর কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানেও কি ইশানকে বাইরে রেখেই দল সাজাবে নির্বাচকরা। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অন্দর মহলে।