রবিবার ছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিলের জন্মদিন। আগামীর এই তারকাকে বহু বর্তমান প্রাক্তন তারকাই শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তেমন কিছু করে দেখাতে না পারলেও গিলের মধ্যে যে ভালো কিছু করে দেখানোর প্রতিভা রয়েছে সেকথা বলাই বাহুল্য। আন্তর্জাতিক ক্রিকেটে সেটা তিনি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। দলিপ ট্রফিতে নিজের দলের ম্যাচ শেষের পরই বার্থডে পার্টি থ্রো করেছিলেন গিল, আর সেখানেই ফিল গুড মেজাজে দেখা গেল এই পঞ্জাব তনয়কে। তবে বার্থডে পার্টিতে কার্যত শো স্টপার হয়ে দাঁড়ালেন ভারতীয় দলে তাঁর সবচেয়ে প্রীয় বন্ধু ইশান কিষান। এমন ড্যান্স করলেন, যে সকলে তাঁর মাঠের বাইরের পারফরমেন্সের দিকেই তাকিয়ে রইল।
আরও পড়ুন-‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত…
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ম্যাচ ছিল শুভমন গিলের। সেখানেই নিজের ২৫বছরের জন্মদিনের পার্টি থ্রো করেছিলেন ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা এই ক্রিকেটার। ইন্ডিয়া এ দলের অধিনায়ক হিসেবে দলকে জেতাতে না পারলেও, মাঠের বাইরে তিনি খেলার ভিতরের চাপ নিলেন না। সেখানেই ইশান কিষানের সঙ্গে নিজেও নাচলেন গিল। করলেন গানও।
আরও পড়ুন-সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো
শুধু শুভমন গিল এবং ইশান কিষান নয়, দুই দলের হয়ে খেলা অন্য কয়েকজন ক্রিকেটারকেও জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন বার্থডে বয়। সেখানে দেখা যায় ইন্ডিয়া এ দলে তাঁর সতীর্থ লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারকেও। হনি সিংয়ের গানের সঙ্গে দেদার নাচলেন গিল, ইশান কিষান এবং তাঁর বন্ধুরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। মাঠের ভিতর সচরাচর ক্রিকেটারদের একটা গুরু গম্ভীর বিষয়ই লক্ষ্য করা যায়, মাঠের বাইরে যে দিনের শেষে তাঁরা একটা রক্ত মাংসে মানুষ এবং আনন্দ উচ্ছাসের প্রয়োজন রয়েছে, সেটাই বোঝা গেল এই অনাবিল আনন্দের পার্টিতে।
আরও পড়ুন-‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের!
শুভমন গিল কয়েক মাস আগেই অধিনায়ক হিসেবে জিম্বাবোয়েতে সিরিজ জিতে এসেছেন। এবার তাঁর সামনে রয়েছে বাংলাদেশ সিরিজ। সেখানে নিশ্চয় গিল চাইবেন নিজেকে প্রমাণ করে বর্ডার গাভাসকর ট্রফিতেও সুযোগ পেতে। কারণ ভারতীয় দলের টপ অর্ডারে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির খেলা পাকা। তাঁকে দলে ঢুকতেও যেমন কঠিন পরীক্ষা দিতে হবে, তেমন দলে টিকে থাকলেও প্রতিনিয়ত পারফর্ম করে যেতে হবে।