শেষমেশ সত্যি হল আশঙ্কা। দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে একসঙ্গে ছিটকে গেলেন তিন তারকা ইশান কিষান, সূর্যকুমার যাদব ও প্রসিধ কৃষ্ণা। তিন ক্রিকেটার যে বৃহস্পতিবার দলীপের প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বুধবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইশানদের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, ইশান কিষানের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হলেও সূর্য ও প্রসিধের কোনও বদলি ক্রিকেটারের নাম জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বধীন ইন্ডিয়া-ডি টিমের হয়ে মাঠে নামার কথা ছিল ইশান কিষানের। জাতীয় নির্বাচকরা ইশানের পরিবর্তে সঞ্জু স্যামসনকে ঢুকিয়ে দেন ইন্ডিয়া-ডি টিমের স্কোয়াডে।
ইন্ডিয়া-ডি টিমের স্কোয়াডে রয়েছেন উইকেটকিপার কেএস ভরত। এখন দেখার যে, শেষমেশ দুই কিপারকেই একসঙ্গে মাঠে নামান কিনা শ্রেয়সরা। উল্লেখ্য, ইশান কিষান বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্ট খেলার সময় কুঁচকিতে চোট পান। চোট এখনও সেরে ওঠেনি। তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন।
সূর্যকুমার যাদবও বুচি বাবু টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে আঙুলে চোট পান। সেই কারণে তিনিও দলীপ ট্রফির প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না। তবে দলীপের দ্বিতীয় রাউন্ডের আগে তিনি ফিট হয়ে উঠতে পারেন। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বধীন ইন্ডিয়া-সি টিমের হয়ে মাঠে নামার কথা ছিল সূর্যকুমারের।
আরও পড়ুন:- T20I-এর পাওয়ার প্লে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, বিশ্বরেকর্ড হেডের
অন্যদিকে প্রসিধ কৃষ্ণা অস্ত্রোপচারের পরে প্রায় ম্যাচ ফিট হয়ে উঠেছেন। যদিও দলীপের প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না তিনি। শুভমন গিলের নেতৃত্বে ইন্ডিয়া-এ দলের হয়ে মাঠে নামার কথা ছিল প্রসিধের। যদিও ভালো খবরও রয়েছে একটি। নীতীশ রেড্ডিকে দলীপের প্রথম রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছিল ফিটনেসের শর্তে। তিনি ম্যাচ ফিট হয়ে উঠেছেন এবং অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে ইন্ডিয়া-বি টিমের হয়ে মাঠে নামতে প্রস্তুত।
ইন্ডিয়া-এ টিমের পরিবর্তিত স্কোয়াড
শুভমন গিল (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), লোকেশ রাহুল, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্বথ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র (উইকেটকিপার), ও শাশ্বত রাওয়াত।
ইন্ডিয়া-বি টিমের পরিবর্তিত স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), মুশির খান, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত আবস্তি ও নায়ারণ জগদীশান (উইকেটকিপার)।
ইন্ডিয়া-সি টিমের পরিবর্তিত স্কোয়াড
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), বাবা ইন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুতার, গৌরব যাদব, বিজয়কুমার বৈশাক, অংশুল কাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কান্ডে, আরিয়ান জুয়েল (উইকেটকিপার) ও সন্দীপ ওয়ারিয়র।
ইন্ডিয়া-ডি টিমের পরিবর্তিত স্কোয়াড
শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অথর্ব টাইডে, যশ দুবে, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিকি ভুই, সরাংশ জৈন, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, আদিত্য ঠাকারে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত (উইকেটকিপার) ও সৌরভ কুমার।