আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বই ইন্ডিয়ান্সের। লিগ টেবিলে আপাতত লাস্ট বয় তারা। সামনে একটা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ জিততে পারলে অন্তত সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে পারে তাঁরা,যদি পঞ্জাব নিজেদের শেষ ম্যাচে হেরে যায়। অন্যথায় মুম্বইকে লিগে সবার নিচে থেকেই শেষ করতে হবে ২০২৪ আইপিএল অভিযান। ঘটা করে গুজরাট টাইটানস থেকে হার্দিক পান্ডিয়াকে মুম্বইতে নিয়ে আসার পর লাভের লাভ খুব বেশি হয়নি এই ফ্র্যাঞ্চাইজির,বরং ক্ষতির পরিমাণই বিপুল, সেটা আর্থিক দিক থেকে অবশ্য নয়। হার্দিক আসার পরই মুম্বই ড্রেসিং রুম কার্যত দুই ভাগে ভাগ হয়ে যায়। এরই মধ্যে মুম্বই ম্যানেজমেন্ট চাইছে এবারের মতো আইপিএলের শেষটা যেন জয় দিয়ে হয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রোহিত শর্মাও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি দল ছাড়বেন আগামী বছর। এই আবহেই দলের মধ্যে কিছুটা খোলা বাতাস আনার চেষ্টায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের হাসি খুশি রাখার মরিয়া চেষ্টা করছেন মার্ক বাউচাররা। সেই চিত্রই ধরা পড়ল তাঁদের অনুশীলনে।
আরও পড়ুন-'সচিন-লারাকে দেখেই বড় হয়েছি', আক্রমের সুইংয়ে মুগ্ধ উসেইন বোল্ট, সার্টিফিকেট বিরাটকেও
এবারের আইপিএলের শেষ ম্যাচের আগে ভাইরাল মুম্বই ইন্ডিয়ান্স দলের অনুশীলনের এক ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে কার্যত কুস্তি লড়ছেন দলের ওপেনার ইশান কিষান। বিষয়টা অনেকটে ডেভিড গোলিয়াথের মতো, কারণ ৬ফুট ৫ইঞ্চি দীর্ঘদেহী টিম ডেভিডের সামনে ইশান সেভাবে পেরে উঠছেন না। সেই মজাদার ভিডিয়োই নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছে এমআই।
আরও পড়ুন-'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন জেজে
মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া সেই কুস্তির ভিডিয়োয় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান টিম ডেভিডের বিরুদ্ধে নাছোড়বান্দা ইশান কিষান। উচ্চতায় ছোট হলে কি হবে, ডেভিডের পা জড়িয়ে নিয়েছেন ইশান, যাতে কোনওভাবেই তাঁকে মাটিতে না ফেলতে পারেন অজি অলরাউন্ডার। মাঝে একবার দুজনেই খেলেন মাটিতে গড়াগড়ি, এরপর ফের শুরু হল কুস্তি। শেষ পর্যন্ত অবশ্য ইশানকেই মাটি ধরালেন ডেভিড, এরপর একনজরে দেখেও নিলেন দলের ওপেনার কোনও আঘাত পাননি তো।
ইশান কিষানদের হাসি মশকরার ভিডিয়োই আপাতত এমআই সমর্থকদের কাছে সম্পদ। এটা দেখে তাঁরা অন্তত আশা করতে পারেন, এখন হয়ত দলের মধ্যে বাঁধন এসেছে। শুক্রবার এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার দলের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।