সাত বছর শেষে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কে ইতি হয়েছে ভারতীয় দলের ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের। ঝাড়খন্ডের এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটমহলে প্রতিষ্ঠা পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরেই। রোহিত শর্মার অধিনায়কত্বেই উঠে আসা। এরপর ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে করেছেন দ্বিশতরানের নজিরও।
আরও পড়ুন-তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
সানরাইজার্সে খেলবেন ইশান কিষান-
এবারের আইপিএল নিলামে সেই ইশান কিষানকেই ১১.২৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে দলে নেওয়া হলেও ঠিক কোন পজিশনে তিনি খেলবেন সেটা এখনই চূড়ান্ত নয়। কারণ সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা গতবার দুরন্ত খেলে দলকে ফাইনালে তুলেছিলেন। বিদায় বেলার মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা দিলেন ইশান।
মুম্বইকে বিদায়বেলায় আবেগঘন বার্তা-
২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের গতবারের আইপিএলটা ভালো যায়নি। ব্যাট হাতে তেমন রান পাননি। দলও প্লে অফে উঠতে ব্যর্থ হয়। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমেও রোহিত শর্মার সঙ্গে হার্দিক পাণ্ডিয়া এক সম্ভাব্য অশান্তির কথা সামনে আসে, যার ফলে দলের ড্রেসিং রুমের পরিবেশও খানিকটা নষ্ট হয়েছিল বলে মনে করা হয়।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
সমর্থক, ক্রিকেটার, ম্যানেজমেন্টকে ধন্যবাদ-
ইশান কিষান লিখলেন, ‘অনেক অনেক স্মৃতি রয়েছে তোমাদের সবার সঙ্গে। অনেক হাসি, আনন্দ আর বেড়ে ওঠার স্মৃতি। এমআই, মুম্বই আর দ্যা পাল্টান সব সময় আমার হৃদয়ে থাকবে। তোমাদের সঙ্গে থেকেই আমি মানুষ হিসেবে এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছি। আমরা গুডবাই জানাচ্ছি এমন স্মৃতি নিয়ে যেগুলো সারাজীবন আমার পাশে থাকবে। ম্যানেজমেন্টকে ধন্যবাদ, যে ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি তাঁদের ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য সব সমর্থককে ধন্যবাদ ’।
এবারের আইপিএলে তাঁকে রিটেনও করেনি মুম্বই, আরটিএম কার্ড দিয়েও ফিরিয়ে নেয়নি। এবার তাই নতুন গন্তব্যে ঝাড়খণ্ডের এই কিপার ব্যাটার। খেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে। সেখানে যাওয়ার আগেই পুরনো দল এবং পুরনো দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে গেলেন ইশান কিষান।