বাংলা নিউজ > ক্রিকেট > Yuvraj Singh's six sixes against Stuart Broad: সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড

Yuvraj Singh's six sixes against Stuart Broad: সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড

স্টুয়ার্ট ব্রড। (AFP)

যুবরাজ সিং মানেই আমাদের সবার প্রথমে যেই কথা মনে পড়ে সেটা হল স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ছয় ছক্কা হাঁকানো। সেই ভয়ঙ্কর স্মৃতি যে তিনিও ভোলেননি সম্প্রতি এক ম্যাচে কমেন্ট্রি করতে গিয়ে উল্লেখ করলেন স্টুয়ার্ট। 

২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের এক ওভারে ৬টি ৬ মারার কথা কে না মনে রেখেছে। ইতিহাসে জায়গা করে নিয়েছে ওই দিনের ম্যাচ। ক্রিকেট প্রেমীদের পাশপাশি সেই স্মৃতি ভুলতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। অবশ্য ভুলবেন কিভাবে, যুবরাজ যে এই রেকর্ড তাঁর বিরুদ্ধেই বানিয়েছিলেন। এবছর ১৯ সেপ্টেম্বরে ১৭ বছর সম্পন্ন হল সেই ঐতিহাসিক ইনিংসের। ডারবানে ২০০৭ টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেখানেই এই রেকর্ড সৃষ্টি করেন যুবরাজ সিং।

বর্তমানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ চলছে। সেখানে এক ম্যাচে স্কাই স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করার জন্য উপস্থিত ছিলেন স্টুয়ার্ট ব্রড এবং মাইকেল আথারটন। তখন তাঁকে যুবরাজের সেই ছক্কা হাঁকানোর ছবি দেখিয়ে প্রতিক্রিয়া নেন মাইকেল আথারটন। তিনি বলেন, ‘আমি এটা আর কখনও দেখিনি, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, সেখানেও নো-বল হয়নি। এটা সৌভাগ্য আমার’। এরপর ব্রড মজা করে বলেন, ‘নইলে এটা সাতটি ছক্কা হতে পারত’।

যুবরাজ সেই ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন। তাঁর ৬টি ছক্কার মধ্যে ২টি খুবই জনপ্রিয় হয়েছিল। যেখানে ব্রড দিশেহারা হয়ে কোমরের উপরে ফুলটস বল করেন। যুবরাজ সেই বলকেও হাঁটু ভেঙে বসে বাউন্ডারির উদ্দেশে পাঠায়। সেই ম্যাচে ১২ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করে যুবি। এটি টি-২০ ক্রিকেটের দ্রুততম অর্ধশতরান ছিল। যুবরাজের ইনিংসের উপর ভর করে ভারত সেই ম্যাচে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও ভালো খেলে। তবে শেষ পর্যন্ত ১৮ রানে জয় লাভ করে ভারত।

সেবছর প্রথমবার টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আয়োজক দেশ ছিল সাউথ আফ্রিকা। টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিল ভারত। ব্রড যেই ম্যাচের উল্লেখ করেছেন সেটি ছিল সুপার ৮-এর ম্যাচ। উল্লেখ্য,অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ২০০৭ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর অনেকটা সময় চলে গেছে, অবসর নিয়েছেন যুবি-মাহিরা। গতবছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্রডও। শুধু যুবরাজ নয় ব্রড অনেক ভারতীয় ক্রিকেটারের কাছেই মার খেয়েছেন। সম্প্রতি ২০২২ সালে জসপ্রীত বুমরাহ ব্রডের বিরুদ্ধে ১ ওভারে ৩৫ রান করেছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.