বিরাট কোহলিকে নিয়ে বড় দাবি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন টেস্ট ওপেনার তথা ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি দাবি করেছেন যে এখন বিরোধী দল বিরাট কোহলিকে নিয়ে ভয় পায় না। বিরাট কোহলি ক্রিজে দাঁড়িয়ে আছেন সেটা নিয়ে প্রতিপক্ষ বোলাররা আর বেশি ভাবনা চিন্তা করে না।
শেষ কয়েকটি ইনিংসে বিরাট কোহলির পারফরমেন্স কেমন ছিল-
গত দুই সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এই বছর, বিরাট কোহলি ১২ ইনিংসে মাত্র ২২.৭২ গড়ে মোট ২৫০ রান করেছেন। সেঞ্চুরির কথা বাদ দিন, এই বছর টেস্ট ক্রিকেটে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এরপরেই কোহলিকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন অবস্থায় কিং কোহলিকে নিয়ে এবার মুখ খুললেন আকাশ চোপড়া।
আরও পড়ুন… বাকিদের থেকে সে বলটা অনেক ভালো দেখতে পাচ্ছিল- পন্তের সাফল্যের কারণ জানালেন আজাজ প্যাটেল
বিরাট কোহলির শেষ ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া-
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির গড় ছিল ১৫.৫০। ছয় ইনিংসে তিনি মাত্র ৯৩ রান করতে পারেন, যার মধ্যে একটি ইনিংস ৭০ রানের ছিল। বিরাট সম্পর্কে আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোহলি ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। আপনি যদি তা দেখেন তবে তিনি আরও অনেক কিছু করেছেন। আসলে, আপনি তার পুরো বছরটি দেখতে পারেন। তিনি ইংল্যান্ড সিরিজ খেলেননি। আমি ভেবেছিলাম এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বড় একটা সিরিজ মিস করেছিলেন। গত পাঁচ বছরের গল্প ভালো নয় এবং শেষ ১০ ইনিংসও তাঁর মোটেও ভালো যায়নি।’
আরও পড়ুন… BCCI-এর নতুন সচিবের দৌড় থেকে কি ছিটকে গেলেন রোহন জেটলি? জয় শাহের দায়িত্ব সামলাবেন কে?
বিরাট কোহলিকে আউট করতে এখন আর কোনও সমস্যা হয় না-
আকাশ চোপড়া আরও বলেন, ‘বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর বা স্যার ভিভিয়ান রিচার্ডস, এই খেলোয়াড়দের একটি আভা আছে, তারা যখন ব্যাট করতে আসতেন, তখন অন্য রকম মনে হত। বিরাট কোহলি যখন ব্যাট করতে আসেন তখনও একই ঘটনা ঘটে। বিরাটেরও একই রকম আভা ছিল।’
আরও পড়ুন… কেন রোহিত শর্মার টিম ইন্ডিয়া র্যাঙ্ক টার্নার পিচের সুবিধা নিতে পারছে না?
এরপরে আকাশ চোপড়া বলেন, ‘তবে সময় বদলেছে, বিরাট কোহলি এখন যখন ব্যাট করতে আসেন, তখন মনে হয় কোনও সমস্যা হবে না। বোলাররা ভাবেন কোনও সমস্যা ছাড়াই তাকে আউট করা যাবে। তবে আমি তা বলছি না। প্রতিপক্ষ দলের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই দেখতে পাই। বিরাট কোহলি কখনও ফুল টস বলে আবার কখনও রানআউট হয়ে উইকেট হারাচ্ছেন। তাঁর পুরো কেরিয়ারে এমনটা আগে কখনও দেখা যায়নি।’