শুভব্রত মুখার্জি:- আইপিএলের ইতিহাসে জনপ্রিয়তার দিক থেকে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখনও পর্যন্ত একটিও আইপিএলের শিরোপা তারা জিততে পারেননি। তবুও তাদের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং তা বেড়েছে প্রতিদিন।
ভারতবর্ষের যে কোন প্রান্তেই তারা খেলুক না কেন তাদের জনপ্রিয়তা দেখার মতন। তাদের এই জনপ্রিয়তার পিছনে রয়েছেন তাদের তারকা ক্রিকেটাররা। দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়র্স এবং ক্রিস গেইলের মতন তারকা ক্রিকেটার। ডিভিলিয়ার্স এবং গেইল দুজনেই অবসর নিয়ে নিলেও বিরাট কোহলি এখনও অবসর নেননি।
আরসিবির বেশিরভাগ সমর্থকের কাছেই আরসিবি মানেই যেন এই তিন তারকা! এমন আক্ষেপের কথাই শোনা গিয়েছে প্রাক্তন আরসিবি তারকা পার্থিব প্যাটেলের গলাতে। তবে এটা শুধুই সমর্থকদের ধ্যান ধারনা এমন নয়। দলের ম্যানেজমেন্টের ধারনাও নাকি সেই রকম ছিল! ম্যানেজমেন্টও নাকি ব্যক্তিকেই দলের থেকে বেশি প্রাধান্য দিত, এমনটাই দাবি করেছেন পার্থিব প্যাটেল!
পার্থিব প্যাটেল বেশ কয়েক বছর কাটিয়েছেন আরসিবিতে। তাঁর সেই সময়কার অভিজ্ঞতা তিনি ব্যক্ত করেছেন। তাঁর মতে সেই সময়ে দল নয় বরং সবকিছু হতো তিন ব্যক্তিকে অর্থাৎ ক্রিকেটারকে মাথায় রেখে। এনারা হলেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং ক্রিস গেইল।
ঘটনাচক্রে দুই দফায় পার্থিব আরসিবির দলের হয়ে খেলেছেন। ২০১৪ সালে তিনি প্রথমবার এই দলের হয়ে খেলেন। এরপর ২০১৮-২০২০ এই সময়কালে তিনি এই দলের হয়ে খেলেছেন। তিনি যখন প্রথম দফায় আরসিবির হয়ে খেলেন তখন ২০১৪ সালে বিরাট কোহলি, এবি ডিভিলিয়র্স, ক্রিস গেইলরা ছিলেন তাদের কেরিয়ারের একছবারেই মধ্য গগনে। দুর্দান্ত ফর্মে ছিলেন তাঁরা। বিপক্ষের উপর তাঁরা রাজ করতেন তাদের অনবদ্য ব্যাটিং দিয়ে। তবে ২০১৮ সালে যখন আরসিবিতে তিনি ফিরে আসেন ততদিনে আরসিবি ছেড়েছেন গেইল।
সাইরাস সেজ নামক এক পডকাস্টে বিষয়টি নিয়ে বলতে গিয়ে পার্থিব প্যাটেল জানিয়েছেন, 'আমি আরসিবির হয়ে খেলেছি। দীর্ঘদিন আমি ওদের হয়ে খেলেছি। চারটে বছর আমি দুই দফায় ওদের হয়ে খেলেছি। একটা জিনিস বলতে পারি দল কখনও কয়েকজন ব্যক্তি নির্ভর হতে পারে না। তবে আমি এখানে (আরসিবি) এটা দেখেছি দল কিন্তু ব্যক্তি নির্ভর বেশি। দলের প্রত্যেক সদস্য সামনে এসে সেই কথাই বলেছেন পরোক্ষভাবে। দলটার সেইসময়ে সবকিছুই ছিল বিরাট কোহলি, এবি ডিভিলিয়র্স এবং ক্রিস গেইল কেন্দ্রীক। তা সে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হোক কিংবা অন্য কোন বিষয়। আমি যখন দলে ছিলাম দল তখন বিরাট, এবিডি এবং গেইল সর্বস্ব দল ছিল। সেই কারণেই তাদের স্পেশাল প্রেফারেন্স দেওয়া হতো। দলগত যে সংস্কৃতি থাকার কথা সেটা ছিলো না।'