অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা দুরন্ত ব্যাটিং করেন। বিশেষ করে নজর কাড়েন যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর পরের ইনিংসে দুরন্ত কামব্যাক করেন তিনি। ২৯৭ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান। কেএল রাহুলের সঙ্গে মিলে ২০১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এবার তাঁকে নিয়েই অস্ট্রেলিয়া দলকে সাবধান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অজি অলরাউন্ডার মনে করছেন টেস্টে ৪০টির বেশি সেঞ্চুরি করার ক্ষমতা রয়েছে যশস্বীর মধ্যে।
একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হয় সে এমন একজন ক্রিকেটার যে টেস্টে ৪০টির বেশি শতরান করবে, ও টেস্ট ক্রিকেটে এক নতুন রেকর্ড গড়বে। ওর মধ্যে যেকোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে।’ এখনও পর্যন্ত জসওয়াল মাত্র ১৫টি টেস্ট খেলেছেন। রান করেছেন ১৫৬৮ এবং গড় ৫৮.০৭। পার্থের শতকটি তাঁর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতরান ছিল। ম্যাক্সওয়েল বলেন, ‘সে অনেকগুলি নজর কাড়া শট খেলেছে, যেগুলি হাইলাইট হয়েছে। কিন্তু সে যে ভাবে বল ছেড়েছে এবং ফুটওয়ার্কের পরিচয় দিয়েছে তা দেখে মনে হয়না ওর কোনও বিষয়ে কমজোরি রয়েছে। শর্ট বলের ক্ষেত্রে ভালো খেলেছে, স্পিনের ক্ষেত্রে ভালো খেলেছে, ড্রাইভ মেরেছে চোখে পড়ার মতো, ও চাপের মধ্যেও খেলতে জানে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া যদি আগামী কয়েক ম্যাচে ওকে আটকানোর পথ না খুঁজে পায় তাহলে তাদের জন্য তা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে।’
অন্যদিকে বল হাতে প্রথম টেস্টে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন তিনি। সেই প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘সম্ভাব্য সর্বকালের সেরা বোলার ও। ভারতের কাছে দু’জন এমন তরুণ প্রতিভা রয়েছে যারা এই মুহূর্তে তাদের সেরা ফর্মে রয়েছে, একজন বুমরাহ এবং অপরজন যশস্বী।’ তিনি আরও বলেন, ‘আমি এই কথাটা আগেও বলেছি যে ও সম্ভাব্য সর্বকালের সেরা বোলার, হয়তো উইকেটের বিচারে নয়, তবে তার বিরুদ্ধে খেলা খুবই কঠিন। ওর বোলিং অ্যাকশন অন্যদের থেকে আলাদা। সে আপনাকে ইসাইড এজ, আউটসাইড এজে আউট করার ক্ষমতা রাখে, পাশাপাশি প্রয়োজনে ধীর গতির বলও করতে পারে। পুরো কমপ্লিট প্যাকেজ।’