শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৭ তম মরশুমে প্রথম বল গড়াতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যেই প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজি দল তাদের অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছে। দিল্লি ক্যাপিটালস দলও তার ব্যতিক্রম নয়। বয়সের গড়ের নিরীখে মোটামুটিভাবে নবীন দল গড়েছে দিল্লি। এই মরশুম শুরুর আগে তাদের কাছে সবথেকে ভালো খবর তাদের তারকা কিপার ব্যাটার তথা অধিনায়ক ঋষভ পন্তের দলে ফেরা। এমন আবহেই এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলের হেড কোচ রিকি পন্টিং। এই নিয়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে তাঁর সপ্তম মরশুম। এই সময়কালে কয়েকবার ফাইনালে গিয়েছে দিল্লি। তবে ট্রফি জয় অধরা থেকে গিয়েছে। এই আক্ষেপ এবার ঘোচাতে চান রিকি। পন্টিংয়ের মতে এই মরশুমে ট্রফি দল জিততে না পারলে সেটা হবে তাঁর ব্যর্থতা।
প্রসঙ্গত ২০০৮ সালে একেবারে শুরুর মরশুম থেকেই খেলছে দিল্লি। সেই সময় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস নামে খেলত। বর্তমানে তারা খেলে দিল্লি ক্যাপিটালস নামে। নাম বদলালেও বদলায়নি ভাগ্য। এই মরশুমে সেই ভাগ্য বদলাতে চান রিকি পন্টিং। এই মরশুমে ট্রফি জিততে মরিয়া রিকি পন্টিং। তিনি মরশুম শুরুর আগে দলের প্রতি বার্তা দিতে গিয়ে জানিয়েছেন, ‘এই মরশুমটা আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে একসঙ্গে খুব উপভোগ করব। আমি তোমাদের প্রত্যেককে আরও ভালো ক্রিকেটার করার অঙ্গীকার নিলাম। আমি আগামী ১০ সপ্তাহে যেটা তোমাদের থেকে চাই তা হল নিজেদের সেরাটা তোমরা উজাড় করে দেবে। এটা একদিন নয়, প্রতিদিন তোমরা করবে। ম্যাচে যেমন করবে ঠিক তেমন মাঠের বাইরেও করবে। অনুশীলনেও নিজেদের সেরাটা উজাড় করে দেবে। কোনও রকম কার্পন্য করবে না। ব্যক্তি হিসেবে যদি তোমরা উন্নতি করতে পার তাহলে দলও সঙ্গে সঙ্গে উন্নতি করবে।’
আরও পড়ুন… WPL 2024: এলিস পেরিকে গাড়ির ভাঙা জানলার কাঁচ উপহার দিল TATA! জানেন কি পুরো ঘটনাটা
তিনি আরও বলেন, ‘এই বছর আমার লক্ষ্য আরও উঁচুতে ওঠা। নিজেদের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই আমি। আমাদের লক্ষ্য হওয়া উচিত আইপিএলের শিরোপা জয়। এর থেকে কম কিছু হলে কোচ হিসেবে আমি ফের ব্যর্থ হব। আমার মনে হয় দিল্লিতে এটা আমার সপ্তম মরশুম। আমরা এখনও আইপিএল জিততে পারিনি। আমার মনে হয় এই বছর অনেক সময় রয়েছে। অনেক কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। আমিও অনেকটাই পরিবর্তন হয়েগিয়েছি। এটা আমার ব্যক্তিগতভাবে এবং কোচ হিসেবে প্রতিদিনের লক্ষ্য হল তোমাদের সকলকে আরও ভালো করে গড়ে তোলা। আমি এটা নিশ্চিত করব যে আগামী ১০ সপ্তাহ তোমাদের কাছে উপভোগ্য করে তুলব। যা তোমরা তোমাদের কেরিয়ারে কখনও পাওনি। আমি ক্রিকেটারদের সঙ্গে মজা করতে, জোকস বলতে ভালোবাসি। তবে যখন ক্রিকেট খেলার সময়টা আসে তখন ধ্যান জ্ঞান কিন্তু ক্রিকেট। তোমার অনুশীলন শেষ হলেই তোমার সময় শেষ এমনটা ভাবার কারণ নেই। তখন অন্যদেরকে সাহায্য করাই হবে তোমার লক্ষ্য।’