১৯ বছর বয়সি স্যাম কনস্টাস একজন অত্যন্ত আক্রমণাত্মক এবং সাহসী খেলোয়াড়। প্রথমে মনে হয়েছিল, তিনি আগুন এবং অহংকারে ভরপুর, কিন্তু বাস্তবতার ছবিটা একেবারেই এলাদা। কারণ বুমরাহর সঙ্গে তাঁর যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা কনস্টাস বুঝতে পেড়েছেন। তাই তো নিজের ভুল স্বীকার করেছেন স্যাম কনস্টাস।
স্যাম কনস্টাস যে এই ম্যাচে ভারতের জসপ্রীত বুমরাকে উত্তেজিত করার জন্য এমনটা করেছেন সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। স্যাম কনস্টাস মেনে নিয়েছিলেন ঝামেলার সেই দিনে তাঁর জন্যই খেলার শেষ বলে উসমান খোয়াজাকে আউট হতে হয়েছিল। কনস্টাসের টেস্ট অভিষেক থেকেই স্পষ্ট ছিল যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান, যা সবসময় সঠিক কারণে হয়নি।
আরও পড়ুন… SA vs PAK: দ্বিতীয় টেস্টে হারের পরেই পাকিস্তান দলকে বড় শাস্তি দিল ICC, দোষ স্বীকার করলেন শান মাসুদ
একজন কিশোর নিজের টেস্ট অভিষেকে ৯০,০০০ দর্শকের সামনে ফিফটি করার পর তাদের উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। এই ছবিটি খুবই বিরল ছিল। তবে স্যাম কনস্টাস নিজের পারফর্ম দিয়ে যতটা না সকলের নজর কেড়েছিলেন তার থেকে বেশি সকলের নজরে এসেছেন বুমরার সঙ্গে ঝামেলা করে। স্যাম কনস্টাসের এই সাহসী মনোভাবই নজর কেড়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে নতুন বল হাতে জসপ্রীত বুমরার বিরুদ্ধে স্যাম কনস্টাসের এগিয়ে গিয়ে সফলভাবে রিভার্স রাম্পিং করা ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কিশোরের দ্বৈত আচরণ ভারতীয় দলকে অস্থির করে তুলেছিল। তাঁর সাহসের অনেকেই প্রশ্ন করেছেন।
আরও পড়ুন… রোহিতের খারাপ ফর্ম কীভাবে কাটবে? পূজারা-রাহানের উদাহরণ টেনে বাঙ্গারের বিশেষ পরামর্শ
মেলবোর্নে বিরাট কোহলি তাঁকে শোল্ডার চার্জ দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও বিরাট কোহলিকে ২০% জরিমানা করা হয়েছিল এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। তবে এই ঘটনার পরে স্যাম কনস্টাস কিন্তু পিছিয়ে যাননি। তিনি ভারতীয় উইকেটের সেলিব্রেশন করতে থাকেন এবং দর্শকদের উৎসাহিত করতে থাকেন। সিডনিতে এসে স্পষ্ট হয়ে যায় যে কনস্টাস ভারতীয় ড্রেসিং রুমে জনপ্রিয় ছিলেন না।
সিডনির দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজা এবং স্যাম কনস্টাসকে মহম্মদ সিরাজের জন্য সামলানো কঠিন ছিল। তবে এই ম্যাচে কনস্টাস ও বুমরাহর ঝামেলা সকলের নজর কেড়েছিল। বর্ডার গাভাসকর টেস্ট জেতার পর কনস্টাস বলেন, ‘এটি আমার ভুল ছিল। এটি ক্রিকেট। বুমরাকে কৃতিত্ব দিতে হবে, তিনি উইকেটটি নিয়েছেন।’ এই ঘটনার মাধ্যমে কনস্টাসের সাহসী মনোভাব এবং ক্রিকেটের প্রতি তার আবেগ স্পষ্ট হয়ে ওঠেছে।
স্যাম কনস্টাস ট্রিপল এম-এ বলেছেন, ‘ওহ, আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি ভাবিত নই। দুর্ভাগ্যবশত, উসমান খোয়াজা আউট হয়ে গেল। তিনি কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছিলেন। এটা সম্ভবত আমার ভুল ছিল, তবে এটা হয়। এটাই তো ক্রিকেট, এখানে এমনটাই হয়। বুমরাহকে কৃতিত্ব দিচ্ছি, তিনি উইকেটটি পেয়েছিলেন, তবে অবশ্যই দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল।’