২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। এবং তিনি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আর কোনও ভাবেই আবেদন করবেন না বলেই খবর। এখন দ্রাবিড়ের জায়গায় কে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
ভারতের কোচ হওয়ার জন্য আবেদনের শেষ দিন ২৭ মে
বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে ১৩ মে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৭ মে। অর্থাৎ ২০২৪ আইপিএল ফাইনালের পরের দিন। জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বোর্ড বিদেশি কোচ নিয়োগের দিকে ঝুঁকবে বলে জানা গিয়েছে। দ্রাবিড় ২০২১ সাল থেকে দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: অসুস্থতার কারণে আমরা সকলে ১০০ শতাংশ দিতে পারেনি- দলের হাল ফাঁস করলেন সঞ্জু
স্টিফেন ফ্লেমিংয়ে আগ্রহী বিসিসিআই
টিম ইন্ডিয়ার কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন স্টিফেন ফ্লেমিং, যিনি বহু দিন ধরে আইপিএলের ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গে জড়িত। সিএসকে-তে কোচ হিসেবে তাঁর সাফল্য ভারতের কোচ হওয়ার জন্য তাঁকে শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে। ২০০৯ সালে সিএসকে-এর প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে, ফ্লেমিং এবং এমএস ধোনি মিলে দলটিকে একটি পাওয়ার হাউসে পরিণত করেছেন। পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন দলকে। তবে প্রশ্ন হল, ফ্লেমিং কি নিজে রাজি আছেন ভারতের কোচ হওয়ার বিষয়ে? সম্প্রতি জানা গিয়েছে, বিসিসিআই দিল্লি ক্যাপিটালসের বর্তমান প্রধান কোচ রিকি পন্টিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে পেতেও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তাঁরা টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিতে রাজি নন।
আরও পড়ুন: T20 World Cup-এ বিরাটকে দিয়ে ওপেন করানোটা বেশ ঝুঁকির হবে- দাবি কোহলির প্রাণের বন্ধু ডি'ভিলিয়ার্সের
রাজি আছেন সিএসকে-র কোচ?
সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন দলের তরফে পোস্ট করা একটি ভিডিয়োতে জানিয়েছেন, ফ্লেমিংকে এই বিষয়ে তিনি জিজ্ঞেস করেছিলেন। তবে সেভাবে নাকি আগ্রহ দেখাননি প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক। স্টিফেন ফ্লেমিং ভারতের পুরুষদের প্রধান কোচের পদের জন্য আবেদন করবেন না বলেই দাবি করেছেন কাশী বিশ্বনাথন।
আরও পড়ুন: BCCI-এর প্রস্তাবের কথা স্বীকার করলেও, আগ্রহী নন পন্টিং, ভারতের কোচ হতে অরাজি অ্যান্ডি ফ্লাওয়ারও
সিএসকে-র সিইও বলেছেন, ‘আসলে আমি ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি। আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ফ্লেমিং ভারতীয় দলে কাজ করতে আগ্রহী কিনা! তাই আমি মজা করে ওকে জিজ্ঞেসও করেছিলাম, ও ভারতীয় দলের কোচের জন্য আবেদন করেছে কিনা? স্টিফেন শুধু হেসে বলেছে, তুমি কি আমাকে চাও? আমি জানি যে, এটি ওর কাপ অফ টি নয়। কারণ ও বছরে নয় থেকে দশ মাস কোনও দলের কোচ হয়ে কাজ করতে পছন্দ করবে না। তবে এর বাইরে আমি ওর সঙ্গে আর কিছু আলোচনা করিনি।’