ভারতীয় দলের হয়ে কি শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলিও। রোহিত শর্মার শেষ টেস্টে সুযোগ না পাওয়া যে এই প্রশ্ন আরও জোরালো করে দিয়েছে। কারণ বিরাট কোহলির ফর্মও যে বলার মতো নয়। বিরাট কোহলির পার্থ টেস্টে শতরান যদি বাদ দেওয়া যায় তাহলে কোনও ম্যাচেই তেমন বড় রান পাননি, আর ৯০শতাংশ ম্যাচেই অফ স্টাম্পের বাইরের বল খেলে আউট হয়েছেন।
সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিমিত ওভারের সিরিজ। এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর আইপিএল। জুন মাস নাগাদ রয়েছে ভারতীয় দলের পরের ওভারসিজ সিরিজ অর্থাৎ বিদেশ সফর। ইংল্যান্ডে ভারত যাবে টেস্ট খেলতে। সেই সিরিজে কি বিরাট লালবলের সাম্প্রতিক পারফরমেন্সের পর সুযোগ পাবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
ভারতীয় দলে রোহিত শর্মার কার্যত টেস্ট ক্রিকেট থেকে গুডবাইয়ের পর মনে করা হচ্ছিল বিরাটও চাপে রয়েছেন। যদিও দলের প্রাক্তন নির্বাচক অবশ্য জানাচ্ছেন, এখনই বিরাট টেস্ট থেকে অবসরের চিন্তাভাবনা করছেন না। বরং ২০২৭ ওডিআই বিশ্বকাপকেই পাখীর চোখ করছেন। সেক্ষেত্রে টি২০ থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটকে এখনই বিদায় জানাতে রাজি নন কোহলি। যদিও তাঁর পারফরমেন্স এক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
জুন মাসের ইংল্যান্ড সফরের দলে বিরাট কোহলিকে ঢুকতে গেলে লাল বলের ক্রিকেটে পারফরমেন্স দেখিয়েই ঢুকতে হতে পারে। কিন্তু বিরাটের সামনে লাল বলে ক্রিকেট খেলার সুযোগ কমই রয়েছে, কারণ ভারতের টানা ক্রীড়াসূচি এবং আইপিএল। চলতি মাসে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে ম্যাচ রয়েছে দিল্লির, তবে বিরাট সেই ম্যাচে সম্ভবত খেলবেন না। অনেকবারই বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে, কিন্তু বিরাট-রোহিতরা নিজেদের তা থেকে সরিয়েই রেখেছিলেন।
আরও পড়ুন -পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, ‘দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...’
একান্তই যদি রঞ্জিতে কোহলি না খেলেন, সেক্ষেত্রে বিরাটের ভরসা ইংল্যান্ড সিরিজের আগে ইন্ডিয়া এ দলের হয়ে কয়েকটা ম্যাচ। সেখানে রান পেলে, তবে টেস্ট দলে সুযোগ পেতে পারেন কোহলি। অন্যথায় অস্ট্রেলিয়ায় এমন বিশ্রী পারফরমেন্স এবং অফ স্টাম্পের বাইরের বল খেলার রোগ প্রকাশ্যে চলে আসায়, তাঁকে স্কোয়াড থেকে বাদ দিলেও নির্বাচক কমিটি, অবাক হওয়ার কিছুই থাকবে না।
৩৬ বছর বয়সী এই তারকা বর্ডার গাভাসকর ট্রফি শেষ করেছেন পাঁচ টেস্টে ১৯০ রান করে। সেই কারণেই প্রাক্তন এক জাতীয় নির্বাচক বলছেন, বিরাট কোহলিকে এই পারফরমেন্স বা আইপিএল পারফরমেন্সের ভিত্তিতে ইংল্যান্ড সফরে অজিত আগারকররা নাও নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বিরাটের টেস্ট ভবিষ্যৎ প্রশ্নের মুখেই পড়বে।