৪ বলে ৩ উইকেট! লঙ্কানদের বিভীষিকা দেখালেন ডাফি! প্রথম T20I নিউজিল্যান্ড জিতল ৮ রানে
Updated: 28 Dec 2024, 07:00 PM ISTশ্রীলঙ্কাকে ৮ রানে প্রথম টি২০ ম্যাচে হারিয়ে দিল নিউজিল্যান্ড। একটা সময় দেখে মনে হচ্ছিল সহজেই এই ম্যাচ জিতে বেরিয়ে যাবে লঙ্কানরা। কিন্তু এক ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিউয়িদের বোলার জেকব ডাফি। আর তাতেই বিপর্যস্ত চেহারা নেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।
পরবর্তী ফটো গ্যালারি