বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে ভারত। এখন দ্বিতীয় টেস্ট জয় করাই লক্ষ্য তাদের। শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হবে গোলাপি বলের এই খেলা। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশংসার সুর ধরা পরে তাঁর গলায়। তিনি জানান, তাঁদের সময়ের মতো এখনকার দিনের ক্রিকেটাররা ভাবেন না, সব ম্যাচই জিততে চায় তাঁরা। এবার এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছে ভারত। প্রথম টেস্টে নজর কেড়েছেন তাঁরা। শুধু রোহিত নয়, তাঁদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তনীরাও।
রোহিত বলেন, ‘জসওয়াল, পন্ত এবং গিল অন্য জেনারেশনের ছেলে। আমরা যখন অস্ট্রেলিয়ায় প্রথম এসেছিলাম ভাবতাম কীভাবে রান করব। আমরা নিজেদের ওপর চাপ তৈরি করে ফেলতাম, কিন্তু ওরা পুরো আলাদা। তারা খালি ম্যাচ জেতার কথা ভাবে।’ দ্বিতীয় টেস্ট শুরুর আগে অধিনায়কের কাছ থেকে এরকম প্রশংসা অবশ্যই মনোবল বাড়াবে এই তরুণ ক্রিকেটারদের। উল্লেখ্য, পার্থে প্রথম ইনিংসে যশস্বী জসওয়াল ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছিলেন। ২৯৭ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয়, মাঠে চোখে চোখ রেখে স্লেজিংয়ের জবাব দিয়েছিলেন নাথান লিয়ন এবং মিচেল স্টার্ককে।
অন্য দিকে, প্রথম ইনিংসে ঋষভ পন্তের ৩৭ রানের ইনিংস যথেষ্ট প্রশংসার দাবি রাখে। প্রথমে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ভারতের টপ অর্ডার একেবারেই ভেঙে পড়ে। সেই সময় ক্রিজে এসে দায়িত্ব নিয়ে ভারতের ইনিংসকে সামলান ঋষভ। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তাঁকে অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল। তবে প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমন গিল। অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে রয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে।
পার্থে ভারতের হয়ে খেলতে দেখা যায়নি রোহিত শর্মাকে। তিনি সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ার কারণে সেই সময় দেশে ছিলেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। অধিনায়ক হিসেবে সেটি তাঁর দ্বিতীয় ম্যাচ ছিল। তবে প্রথম টেস্ট চলাকালীনই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত। দ্বিতীয় টেস্টের আগে অংশ নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেও। অ্যাডিলেডে ফের একবার ভারতকে নেতৃত্ব দেবেন তিনি। চেষ্টা করবেন ভারতের লিড সিরিজে ২-০ করার।