বাংলা নিউজ > ক্রিকেট > BGT 2024-25: ওঁরা খালি ম্যাচ জয়ের কথা ভাবে; যশস্বী-পন্তদের নিয়ে প্রশংসার সুর রোহিতের গলায়

BGT 2024-25: ওঁরা খালি ম্যাচ জয়ের কথা ভাবে; যশস্বী-পন্তদের নিয়ে প্রশংসার সুর রোহিতের গলায়

যশস্বী-পন্তদের নিয়ে প্রশংসার সুর রোহিতের গলায় (AP)

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু শুক্রবার। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশস্বী-পন্তদের প্রশংসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। 

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে ভারত। এখন দ্বিতীয় টেস্ট জয় করাই লক্ষ্য তাদের। শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হবে গোলাপি বলের এই খেলা। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশংসার সুর ধরা পরে তাঁর গলায়। তিনি জানান, তাঁদের সময়ের মতো এখনকার দিনের ক্রিকেটাররা ভাবেন না, সব ম্যাচই জিততে চায় তাঁরা। এবার এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছে ভারত। প্রথম টেস্টে নজর কেড়েছেন তাঁরা। শুধু রোহিত নয়, তাঁদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তনীরাও।

রোহিত বলেন, ‘জসওয়াল, পন্ত এবং গিল অন্য জেনারেশনের ছেলে। আমরা যখন অস্ট্রেলিয়ায় প্রথম এসেছিলাম ভাবতাম কীভাবে রান করব। আমরা নিজেদের ওপর চাপ তৈরি করে ফেলতাম, কিন্তু ওরা পুরো আলাদা। তারা খালি ম্যাচ জেতার কথা ভাবে।’ দ্বিতীয় টেস্ট শুরুর আগে অধিনায়কের কাছ থেকে এরকম প্রশংসা অবশ্যই মনোবল বাড়াবে এই তরুণ ক্রিকেটারদের। উল্লেখ্য, পার্থে প্রথম ইনিংসে যশস্বী জসওয়াল ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছিলেন। ২৯৭ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয়, মাঠে চোখে চোখ রেখে স্লেজিংয়ের জবাব দিয়েছিলেন নাথান লিয়ন এবং মিচেল স্টার্ককে।  

অন্য দিকে, প্রথম ইনিংসে ঋষভ পন্তের ৩৭ রানের ইনিংস যথেষ্ট প্রশংসার দাবি রাখে। প্রথমে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ভারতের টপ অর্ডার একেবারেই ভেঙে পড়ে। সেই সময় ক্রিজে এসে দায়িত্ব নিয়ে ভারতের ইনিংসকে সামলান ঋষভ। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তাঁকে অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল। তবে প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমন গিল। অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে রয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে।  

পার্থে ভারতের হয়ে খেলতে দেখা যায়নি রোহিত শর্মাকে। তিনি সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ার কারণে সেই সময় দেশে ছিলেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। অধিনায়ক হিসেবে সেটি তাঁর দ্বিতীয় ম্যাচ ছিল। তবে প্রথম টেস্ট চলাকালীনই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত। দ্বিতীয় টেস্টের আগে অংশ নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেও। অ্যাডিলেডে ফের একবার ভারতকে নেতৃত্ব দেবেন তিনি। চেষ্টা করবেন ভারতের লিড সিরিজে ২-০ করার।    

ক্রিকেট খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? জেনে নিন ভাগ্যের আকাশে কী লেখা, রইল ২২ জানুয়ারির রাশিফল দিয়েছেন রুবেল-শ্বেতার বিয়ে! নন্দিনী ভৌমিকের কাছে ছেলের কপালেও ওঠে সিঁদুর, কত খরচ বিশ্বসেরা হওয়ার পথে আরও এক পা এগোলেন মন্ধনা,ODI ব়্যাঙ্কিংয়ে উন্নতি রিচা-তিতাসের বাগদান বাতিল করায় কড়া শাস্তি, বরের দাদাকে আটকে রেখে গোঁফ কেটে দিল পাত্রীপক্ষ আড়াই বছর বাদে চিনি রফতানির উপর আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র WHO থেকে সরে যাচ্ছে আমেরিকা, চিন কী করবে? এসএসকে–এমএসকে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার, কবে হাতে পাবেন? বউভাতের দুপুরে 'নীলাম্বরী শ্বেতা, রিসেপশনে কেমন সাজবেন রুবেলের বউ? যেকোনও ডায়েটের আগেই কেন জরুরি কিছু ব্লাড টেস্ট? HT বাংলাকে জানালেন ডায়েটিশিয়ান TMCP-র দ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়, হস্টেলে দুষ্কৃতী হামলার অভিযোগ

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.