মেলবোর্নে পঞ্চম দিনে টেস্টের শেষ লগ্নেও নাটকের কোনও খামতি ছিল না। ভারতীয় দলকে শেষ পর্যন্ত হারিয়ে চতুর্থ টেস্ট জিতে নিয়ে সিরিজ ২-১ করে নিয়েছে অস্ট্রেলিয়া। যা পরিস্থিতি, পরের টেস্ট সিডনিতে জিততেই হবে ভারতকে। নাহলে বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া হবে টিম ইন্ডিয়ার। যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংস সত্ত্বেও ভারত ম্যাচ বাঁচাতে পারল না।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
শুরু থেকেই বোঝা যাচ্ছিল ভারতীয় দল জয়ের জন্য খেলছিল না। একটা সময় ঋষভ পন্ত এবং যশস্বী জসওয়াল মিডল ওভারগুলোয় ভালো ডিফেন্স করে সময় কাটিয়ে দিয়েছিলেন। অনেকটাই ধৈর্য দেখিয়েছিলেন তাঁরা। আশা করা হয়েছিল,এভাবে চললে হয়ত ভারত ম্যাচ ড্র করে নেবে। কিন্তু এরপরই পন্তের একটা ভুল শটই ভারতের সব আশায় জল ঢেলে দেয়। ম্যাচের সময় চলল টানা এদিক ওদিক স্লেজিং।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
পঞ্চম দিনের শুরু থেকেই অস্ট্রেলিয়ার নবাগত ক্রিকেটার স্যাম কনস্টাস চেষ্টা চালিয়ে গেলেন ভারতীয় ব্যাটারদের বিরক্ত করার। তিনি যশস্বী জসওয়ালের সামনেই ছিলেন স্পিনারদের বোলিংয়ের সময়। আর সেই সময়ই যযশস্বীকে নিয়ে টানা আলোচনা করে গেলেন নিজেদের সতীর্থদের সঙ্গে কনস্টাস, চেষ্টা করলেন যশস্বী মনযোগে ব্যাঘাত সৃষ্টি করার। শেষ পর্যন্ত যশস্বী অবশ্য নিজের ভুলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন।
স্টাম্প মাইকে ধরা পড়ল স্যাম কনস্টাসের সঙ্গে যশস্বী জসওয়ালের কথা। সেখানেই অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটারের ওপর একপ্রকার রেগেই যশস্বীকে বলতে শোনা গেল, ‘ডু ইওর জব অর্থাৎ নিজের কাজ কর ’। এরপর আম্পায়ারকেও নিজের বিরক্তির কথা জানান যশস্বী, অভিজ্ঞ ব্যাটার ঋষভ পন্ত এরপর চেষ্টা করলেন যশস্বীকে মাথা ঠান্ডা করানোর।
কয়েকটা বল পরই এরপর অফ সাইডের বলে ড্রাইভ করতে গেলেন যশস্বী। আর তখনই সেই বল গিয়ে সরাসরি লাগল সিলি পয়েন্টে ফিল্ডিং করা কনস্টাসের গায়ে। যদিও তাতে কনস্টাস খুব বেশি বিচলিত হননি। জসওয়াল ২০৮টি বল খেলে করলেন ৮৪ রান। কিন্তু শেষ পর্যন্ত প্যাট কামিনসের বাউন্সারে লেড সাইডে শট খেলতে গিয়ে অ্যালেক্স ক্যারির হাতে ধরা দিলেন তিনি। শেষ পর্যন্ত ১৮৪ রানে ম্যাচ জিতে নিল অজিরা।