বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসের প্রথম বলেই যশস্বী জসওয়ালকে আউট করেন স্টার্ক। ১৪.১ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। যশস্বী ছাড়াও আউট করেন কেএল রাহুল, বিরাট কোহলি, নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানাকে। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন স্টার্ক। তাঁর এই দুরন্ত বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে সমতা ফেরায় অজিরা। তবে প্রাক্তন অজি ক্রিকেটার রিকি পন্টিং মনে করছেন যশস্বী স্টার্ককে অযথা স্লেজ করায় এরকম পারফরম্যান্স সামনে এসেছে। আসলে পার্থে যশস্বী স্টার্ককে স্লো বলে পরিহাস করেছিলেন। সেই কারণে অ্যাডিলেডে ওরম ভাবে তিনি জ্বলে উঠেছিলেন বলে মনে করছেন পন্টিং।
ICC-র রিভিউ শোয়ে রিকি পন্টিং বলেন, ‘মিচেল স্টার্ক একজন খুবই ভালো স্বভাবের ক্রিকেটার। সে কখনও ঘাবড়ে যায় না, সেটা আপনি ওর এখনের বোলিং দেখেই বুঝতে পারছেন। যদি কোনও ব্যাটসম্যান তাকে কিছু বলে তখন সে প্রত্যুত্তর করে না। শুধুমাত্র হেসে উড়িয়ে দেয়। তবে সেই হাসিটা আসলে তার ভিতরে জ্বলতে থাকা আগুনকে ঢেকে দেয়। দেখেছেন ও অ্যাডিলেডে কী সুন্দর বল করেছে।’ শুধুমাত্র মিচেল স্টার্কের পারফরম্যান্স দেখে নয়, অস্ট্রেলিয়া যেই ভাবে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়িয়েছে তা দেখে বেশ আনন্দিত রিকি পন্টিং। তিনি বলেন, ‘এই ধরণের বাউন্স ব্যাক শুধু মাত্র অস্ট্রেলিয়ার দলের থেকেই আশা করা যায়। সিনিয়র খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দিয়েছে, ট্র্যাভিস হেড যা করেছে তা সত্যিই অসাধারণ ছিল। সে সাধারণত এটাই করে থাকে। এটাই তাদের করে যেতে হবে।’
পন্টিং আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম লিড পেতে হলে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। টসে হেরে যখন অস্ট্রেলিয়া বোলিং শুরু করল তখনই কামিন্স এবং স্টার্ক সুর বেঁধে দিয়েছিল। প্রথম বলেই আগের ম্যাচে ১৬০ রান করা যশস্বী জসওয়ালকে স্টার্ক আউট করে দেয়। সেটাই পুরো টেস্টে কী হতে চলেছে তা ঠিক করে দেয়।’ তিনি আরও যোগ করেন, ‘তারা তাদের কাজ সম্পন্ন করেছে, এবার ব্রিসবেনে আবার এটাই করে দেখতে হবে।’ উল্লেখ্য, শনিবার থেকে ব্রিসবেন গাব্বায় তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া-ভারত। এখন বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল ১-১।