আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। গতবছর একপ্রকার জোর করেই তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল। ইসিবি এবং তাঁদের কোচ ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোক্স মিলিত হয়ে বাধ্য করেন অ্যান্ডারসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে।
৪২ বছর বয়সী তারকা অ্যান্ডারসন তখনই বলেছিলেন ঘরোয়া ক্রিকেট তিনি চালিয়ে যাবেন, কারণ তিনি মনে করেন তাঁর মধ্যে এখনও খেলা বাকি রয়েছে। এবার নিজের পুরনো কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গেই চুক্তি বৃদ্ধি করলেন টেস্টে ৭০৪টি উইকেটের মালিক। তিনি আরও একবছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
ইংল্যান্ডের এই তারকা পেসার জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার পর থেকে তেমন প্রতিযোগিতামুলক ম্যাচে খেলেননি। ২৪ বছর আগে ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে অভিষেক হয়েছিল জিমির। সেই তারকাই ২০২৪র জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক নেওয়ার পর ফের একবার নিজের ক্রিকেট স্বপ্ন জিইয়ে রাখতে চুক্তি বাড়ালেন পুরনো ক্লাবের সঙ্গেই।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
ল্যাঙ্কাশায়ারের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, জিমি অ্যান্ডারসন তাঁদের সঙ্গে গোটা মরসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছে। আর জিমি এই সিদ্ধান্তন নেওয়ায় তাঁরা আপ্লুত। গত বছরের জুন মাসে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সাউথপোর্টে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরমেন্স দেন জিমি। ৩৫ রানে তুলে নেন ৭ উইকেট। ১ দশক পর আবার সেই দলের হয়েই টি২০তেও প্রত্যাবর্তন হবে তাঁর।
কাউন্টি ক্রিকেটে নামার জন্য তিনি যে মুখিয়ে রয়েছেন, সেকথা লুকিয়ে রাখেননি অ্যান্ডারসন। তাঁর কথায়, ‘আমি অত্যন্ত উচ্ছসিত এই চুক্তি সই করার জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে। পেশাদার ক্রিকেটে আগামী বছর খেলতে পারার জন্য নিজেকে উদ্বুদ্ধ রাখছি। আমার জীবনে এই ক্লাবের অবদান অনেক। ছোট থেকে এই দলের জার্সি পড়ে খেলার পর ফের একবার রেড রোজ জার্সি পড়়ার সুযোগ হয়েছে। আমি চেষ্টা করব সাদা বল এবং লাল বলে দলকে সাহায্য করার ’।
আরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
জিমি আরও বলেন, ‘আমি আমার ফিটনেস লেভেলে আরও জোর দিচ্ছি। অনেকটা সময় বোলিং অনুশীলনে কাটাচ্ছি। যখন কোচিং করছিলাম ইংল্যান্ডের হয়ে, তখনও বোলিং করা ভুলিনি। কারণ এপ্রিল মাসে কাউন্টি ক্রিকেট শুরু হলে প্রথম থেকেই সেখানে খেলার বিষয় ফোকাস করেছিলাম আমি। এমনিতেই আমি ওল্ড ট্রাফোর্ডে খেলতে ভালোবাসি। সেখানে খেলার সুযোগ পাওয়া আমার জন্য বড় বিষয় ’।