ঠান্ডা মেজাজের জন্য পরিচিত জসপ্রীত বুমরাহ। কোনও দিন মাঠে বা মাঠের বাইরে কারোর সঙ্গে ঝামেলায় জড়ান না তিনি। উল্টে মজায় মাততে দেখা যায় তাঁকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও সেরকমই কিছু করতে দেখা যায় বুমরাহকে। মজার ছলে অজি ব্যাটার মার্নাস ল্যাবুশানকে খোঁচা দিলেন তিনি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রথম দিনের শেষে অ্যাডিলেডে ভারতের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন বুমরাহ। আউট করেন উসমান খোয়াজাকে। প্রথম টেস্টেও বল হাতে দুরন্ত বোলিং করেছিলেন তিনি। পার্থে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিয়েছিলেন ভারতের এই তারকা পেসার। নির্বাচিত হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ হিসেবেও।
এদিন অ্যাডিলেডে ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩ তম ওভারে। বল করছিলেন বুমরাহ। ব্যাট হাতে ক্রিজে ছিলেন মার্নাস ল্যাবুশান। বুমরাহের বল ডিফেন্স করতে গিয়ে মিস করেন ল্যাবুশান। একটুর জন্য ব্যাটের কানা মিস করে বলটি। এরপরেই মজার ভঙ্গিমায় মুখ বিকৃতি করে অজি ব্যাটারের দিকে এগিয়ে যেতে থাকেন বুমরাহ। ল্যাবুশানও তাঁর দুরন্ত বোলিংকে কুর্নিশ জানান এবং বুমরাহকে দেখে হাসতে থাকেন। ঘটনাটি অনেককেই ২০১৭ সালের বর্ডার-গাভাসকর সিরিজের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার ভারতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে ভেংচি কেটে শিরোনামে উঠে এসেছিলেন ইশান্ত শর্মা।
এদিন জসপ্রীত বুমরাহ এক নয়া কৃতিত্ব গড়েন। ২০২৪ সালে টেস্টে ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। নিজের ৩১ তম জন্মদিনের দিন এই নজির গড়লেন বুমরাহ। উল্লেখ্য, প্রথম দিনের শেষে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে একটু চাপেই রয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু মিচেল স্টার্কের আগুন বোলিংয়ের সামনে দাঁড়াতে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটাররা। ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ভারতের হয়ে স্টার্ক আউট করেন যশস্বী জসওয়াল (০) কেএল রাহুল (৩৭), বিরাট কোহলি (৭), নীতীশ কুমার রেড্ডি (৪২), রবিচন্দ্রন অশ্বিন (২২) এবং হর্ষিত রানাকে (০)। এছাড়াও অজিদের হয়ে বল হাতে দু’টি করে উইকেট নেন স্কট বোল্যান্ড এবং অধিনায়ক প্যাট কামিন্স। ভারত প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যায়।
অনেকেই ভেবেছিল হয়তো পার্থের মতোই বোলাররা ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসবে, তবে তা প্রথম দিনের শেষ পর্যন্ত সম্ভব হয়নি। উসমান খোয়াজা আউট হওয়ার পর অজি ইনিংসের হাল শক্ত হাতে ধরেছেন নাথান ম্যাকসুইনি এবং মার্নাস ল্যাবুশান। দিনের শেষে ৯৭ বলে ৩৮ করে ম্যাকসুইনি এবং ৬৭ বলে ২০ করে ল্যাবুশান অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৮৬। এখন দেখার দ্বিতীয় দিনের সকালে ভারতের বোলাররা কোনও ম্যাজিক দেখাতে পারে কিনা।